ঢাকা
খ্রিস্টাব্দ

বাংলাদেশে অতিদরিদ্র মানুষের সংখ্যা ৪ কোটি ১৭ লাখ: জাতিসংঘের প্রতিবেদন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :
নিউজটি দেখেছেনঃ 1690736 জন
  • নিউজটি দেখেছেনঃ 1690736 জন
বাংলাদেশে অতিদরিদ্র মানুষের সংখ্যা ৪ কোটি ১৭ লাখ: জাতিসংঘের প্রতিবেদন
ছবি : সংগৃহীত

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশে অতিদরিদ্র মানুষের সংখ্যা ৪ কোটি ১৭ লাখ। এর মধ্যে ৬.৫ শতাংশের অবস্থা গুরুতর।


‘বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র্য সূচক-২০২৪: সংঘাতের মধ্যে দারিদ্র্য’ শীর্ষক এই প্রতিবেদনে অক্সফোর্ড পোভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের সঙ্গে যৌথভাবে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়েছে।


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, অতিদারিদ্র্যের হার ২০২২ সালে ৫.৬ শতাংশে নেমে এসেছে, যা ২০১৬ সালে ছিল ১২.৯ শতাংশ। প্রতিবেদনটি ১১২টি দেশের ৬৩০ কোটি মানুষের ওপর গবেষণার ভিত্তিতে তৈরি হয়েছে।


প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, দারিদ্র্যের মূল কারণগুলোর মধ্যে মানুষের জীবনযাত্রার মান (৪৫.১ শতাংশ), শিক্ষা (৩৭.৬ শতাংশ) ও স্বাস্থ্য (১৭.৩ শতাংশ) উল্লেখযোগ্য।


বিশ্বের ১১০ কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বাস করছে, যার মধ্যে অধিকাংশই আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বসবাস করে। বাংলাদেশের ১৮.৭ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে।


বিশেষজ্ঞদের মতে, ইউএনডিপির সমীক্ষা বাংলাদেশের দারিদ্র্য পরিস্থিতির বৈশ্বিক চিত্র উপস্থাপন করে এবং দেশের আর্থিক পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে কর্মপরিকল্পনা গ্রহণের সুযোগ তৈরি করে।


বিশ্বে সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বাস ভারতের পর পাকিস্তান, ইথিওপিয়া, নাইজেরিয়া ও কঙ্গোতে।


চরম দারিদ্র্যে থাকা মানুষের মধ্যে প্রায় ৫৮ কোটি ৪০ লাখ শিশু রয়েছে, যা বিশ্বের মোট শিশুর ২৭.৯ শতাংশ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আপডেট :