পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. লিমন হাওলাদার জিহাদ (২১) ও মো. রুবেল মিয়া (৩২) দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাজিরপুরের শ্রীরামকাটি বন্দরের স্থানীয়রা।
সোমবার (১৬ জুন) রাতে শ্রীরামকাঠি বন্দরের ফেরিঘাট এলাকায় বহিরাগত দুই ব্যক্তির চলাফেরা সন্দেহজনক মনে হলে শ্রীরামকাঠী বন্দরের ব্যাবসায়ী মাসুম ও আরিফ এর নেতৃত্বে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা ৪৮০ পিস ইয়াবার ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে নাজিরপুর থানা পুলিশকে খবর দিলে নাজিরপুর থানার এস আই মো. সরোয়ার হোসেনের নেতৃত্বে সেখানে উপস্থিত হয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ওসি মো. মাহমুদ আল ফরিদ ভুঁইয়া।
আটক মাদক ব্যবসায়ী লিমন হাওলাদার জিহাদ পিরোজপুর সদর উপজেলার শিকারপুর গ্রামের মো. টিপু হাওলাদারের ছেলে এবং রুবেল মিয়া নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে।
নাজিরপুর থানার ওসি মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীরামকাঠী বন্দরের স্থানীয় জনগণ প্রথমে সন্দেহজনক দুই ব্যক্তিকে আটক করে এবং পরে তাদের কাছে ইয়াবা আছে এটা নিশ্চিত হলে থানায় অবহিত করে। সাথে সাথে এস আই সরোয়ারের ও এস আই রহমতের নেতৃত্বে অভিযান টিম সেখানে উপস্থিত হয়ে আটক দুই ব্যক্তির থেকে ৪৮০ পিস ইয়াব ট্যাবলেট উদ্ধার করে অভিযুক্তদের নাজিরপুর থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাজিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।