পিরোজপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহা আড়ম্বর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) শহরের আখড়াবাড়ী শ্রীশ্রী মদন মোহন জিউর মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে ভক্তদের উপস্থিতিতে শ্রীকৃষ্ণের মহাপূজা অনুষ্ঠিত হয়। এরপর ভক্তবৃন্দ গীতা পাঠে অংশগ্রহণ করেন। এরপর সকাল ১১ টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, যেখানে নারী-পুরুষ ও শিশুদের উপস্থিতি উৎসবে ভিন্নমাত্রা যোগ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু এবং জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী দিলীপ কুমার মিস্ত্রী। পরিচালনা করেন সদস্য সচিব শ্রী নির্মল কুমার চট্টোপাধ্যায়।
বক্তারা শ্রীকৃষ্ণের জীবনদর্শন, ধর্মীয় মূল্যবোধ এবং গীতা শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। পিরোজপুর বাসীর আন্তরিক অংশগ্রহণ ও উৎসব মুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন হয়ে ওঠে এক স্মরণীয় আয়োজন।