আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক সংসদ উপনেতা এবং মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী আর নেই। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। আওয়ামী লীগের একটি সূত্র জানায়, দুপুরে কার্ডিয়াক অ্যারেস্টের কারণে মতিয়া চৌধুরীকে জরুরি বিভাগের মাধ্যমে হাসপাতালে আনা হয়।
এভার কেয়ার হাসপাতালের মেডিক্যাল সার্ভিসেস পরিচালক ডা. আরিফ মাহমুদ জানান, বুধবার দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনীতি শুরু করা মতিয়া চৌধুরী পরবর্তী সময়ে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিতি লাভ করেন
৮২ বছর বয়সী মতিয়া চৌধুরী কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। ১৯৪২ সালের ৩০ জুন পিরোজপুরে জন্মগ্রহণ করেন তিনি এবং শেরপুর-২ আসন থেকে বারবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এমপি নির্বাচিত হয়ে সংসদ উপনেতার দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৯৬, ২০০৯ এবং ২০১৪ সালে কৃষিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ১৯৬৫ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়ে পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ছিলেন এবং চারবার কারাবরণ করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগে যোগদান করে বিভিন্ন আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সামরিক সরকারের সময়ও তিনি কারাবরণ করেন।