ঢাকা
খ্রিস্টাব্দ

ধানমন্ডি ৩২ নম্বরে নারীসহ ২ জনকে হেনস্তা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ৪.৫২ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ৪.৫২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1072641 জন

  • নিউজটি দেখেছেনঃ 1072641 জন
ধানমন্ডি ৩২ নম্বরে নারীসহ ২ জনকে হেনস্তা
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় শেখ মুজিবুর রহমানের পুরানো বাড়ির সামনে একটি উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিক্ষুব্ধ জনতা এক নারীকে মারধর করে এবং তাকে অপমানিত করে। এই ঘটনা ঘটে বৃহস্পতিবা (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে ১১:৩০ টার মধ্যে।

এদিন সকালে, এক ব্যক্তি ওই বাড়ির সামনে গিয়ে আবেগ আপ্লুত হয়ে "জয় বাংলা" স্লোগান দেন। এতে ক্ষুব্ধ জনতা তাকে মারধর করতে শুরু করে, যার ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কয়েকজন তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান এবং পরে রিকশায় তুলে তাকে স্থানান্তরিত করা হয়।

কিছুক্ষণ পর, একটি সালোয়ার-কামিজ পরিহিত নারী ওই এলাকায় হাজির হয়ে শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলতে শুরু করেন। তিনি বারবার বাড়িটিকে 'আপার বাড়ি' বলে উল্লেখ করেন, যা নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। জনতার ক্ষোভের কারণে তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয়। একটি ভিডিওতে দেখা যায়, ওই নারীকে মারধর করে রাস্তার দিকে টেনে নেওয়া হচ্ছে এবং তিনি  গায়ে হাত না তোলার অনুরোধ করছেন। পরে, কয়েকজন তাকে রিকশায় তুলে নিয়ে যান। এ ঘটনা ঘটার পরপরই অনলাইনে ভিডিও ছড়িয়ে পড়ে, তবে এখনও ওই নারীর পরিচয় জানা যায়নি।

এদিনের ঘটনা, গতকাল (৫ ফেব্রুয়ারি) রাতের ভাঙচুরের পরিপ্রেক্ষিতে ঘটে। গত রাতে, ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বিক্ষুব্ধ জনতা শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করে, যা পূর্ব ঘোষনায় ছিল। এই প্রতিবাদ ও ভাঙচুরের ঘটনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল বক্তৃতায় ছাত্রলীগের সদস্যদের অংশগ্রহণ নিয়ে ছিল।

এছাড়া, শেখ হাসিনার প্রয়াত স্বামী ড. ওয়াজেদ মিয়ার বাসভবন "সুধা সদন" ও বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের বাড়িতেও হামলা চালানো হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ৪.৫২ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ৪.৫২ অপরাহ্ন