ঢাকা
খ্রিস্টাব্দ

যুবদল নেতা হত্যাচেষ্টায় ব্যারিস্টার সুমনের ৫ দিনের রিমান্ড

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

লালসবুজ বাংলাদেশ রিপোর্ট ।।
নিউজটি দেখেছেনঃ 1681507 জন
  • নিউজটি দেখেছেনঃ 1681507 জন
যুবদল নেতা হত্যাচেষ্টায় ব্যারিস্টার সুমনের ৫ দিনের রিমান্ড
ছবি- ঢাকার আদালতে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

রাজধানীর মিরপুরে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে যুবদল নেতা হৃদয় মিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ৫ দিনের রিমান্ড মঞ্জুরর করেছে আদালত।


মঙ্গলবার (২২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুদ্দিন হোসাইন এই রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা, উপপরিদর্শক আব্দুল হালিম ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন করেন, তবে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল এবং জামিনের আবেদন করেন। শুনানির পর বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


পুলিশ জানায়, সোমবার (২১ অক্টোবর) রাতে মিরপুর-৬ এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারে অভিযোগ রয়েছে, ১৯ জুলাই হৃদয় মিয়াসহ অন্যান্যরা একটি সমাবেশে অংশ নিলে সেখানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্যরা হামলা চালায়। হামলার ফলে হৃদয় গুলিবিদ্ধ হন এবং পরে তিনি ২৩ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।


এই মামলায় ব্যারিস্টার সুমনকে ৩ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছেন।




নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

লালসবুজ বাংলাদেশ রিপোর্ট ।।

আপডেট :
সর্বশেষ সংবাদ