ঢাকা
খ্রিস্টাব্দ

শিশুদের উন্নয়নে সমাজের সকল স্তরের সহযোগিতা প্রয়োজন: রাষ্ট্রপতি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1711574 জন

  • নিউজটি দেখেছেনঃ 1711574 জন
শিশুদের উন্নয়নে সমাজের সকল স্তরের সহযোগিতা প্রয়োজন: রাষ্ট্রপতি
ছবি : লাল সবুজ বাংলাদেশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিশ্ব শিশু দিবস উপলক্ষে সমাজের সকলকে শিশুদের পরিপূর্ণ বিকাশে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।


তিনি বলেন, “শিশুরাই পৃথিবীর ভবিষ্যৎ কান্ডারি। সবার জন্য একটি টেকসই ও মানবিক বিশ্ব গড়তে তাদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশ অপরিহার্য।” রাষ্ট্রপতি শিশুদের মৌলিক অধিকার, স্বাস্থ্য, শিক্ষা এবং নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেছেন।


তিনি আরো জানান, শিশুদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং তাদের মধ্যে দেশপ্রেম ও মানবিক গুণাবলী বিকাশ ঘটানো প্রয়োজন। শিশুদের শিক্ষা ও উন্নয়নে জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুসরণ করে বাংলাদেশে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।


রাষ্ট্রপতি বলেন, “শিশু আইন ১৯৭৪” এর মাধ্যমে দেশের শিশুদের অধিকার সুরক্ষা ও তাদের প্রতিভা বিকাশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।


এবারের দিবসের প্রতিপাদ্য ‘প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার’ যথার্থ বলে উল্লেখ করেন তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন