সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী কালীমন্দিরে সোনার মুকুট চুরির ঘটনায় মামলা দায়ের হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকালে মন্দিরের সেবায়েত জ্যোতি প্রকাশ চট্টোপাধ্যায় বাদী হয়ে শ্যামনগর থানায় এই মামলা করেন। ঘটনার পর পুলিশ চারজনকে গ্রেফতার করেছে এবং জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন: শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরের সিদাম সরকারের স্ত্রী রেখা সরকার (৪৫), অখিল চন্দ্র সাহার ছেলে অপূর্ব কুমার সাহা (৪৬), গোকুল চন্দ্র বিশ্বাসের ছেলে সঞ্জয় বিশ্বাস (৩৭) এবং হরেন বিশ্বাসের স্ত্রী পারুল বিশ্বাস (৫০)। গ্রেফতার ব্যক্তিদের আদালতে হাজির করে প্রত্যেককে ৭ দিন করে রিমান্ডের আবেদন করা হলে আদালত ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
সন্দেহভাজন হিসাবে তাদের গ্রেফতার করা হলেও সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া মূল চোর এখনও ধরা পড়েনি।
পুলিশ জানিয়েছে, মুকুট উদ্ধারের জন্য তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে, তবে এখনও চুরির সঙ্গে জড়িত যুবককে শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা, চোর যুবক স্থানীয় নয়। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দ্রুত আসামিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।
মুকুট চুরির ঘটনায় স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ পুরস্কারের ঘোষণা করা হয়েছে, যদি কেউ চোরকে ধরিয়ে দেয়। এছাড়া, স্বর্ণের দোকানগুলোকে মুকুট বিক্রির বিরুদ্ধে সতর্ক থাকতে বলা হয়েছে।
মন্দিরের পুরোহিত দিলীপ মুখার্জী জানান, গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মন্দিরের পূজা শেষ করে তিনি বাড়িতে যান। বাড়িতে চলে যাওয়ার কিছু সময় পর মন্দিরের পরিচ্ছন্নতাকর্মীরা মন্দিরে প্রবেশ করেন। কিছুক্ষণ পরে তারা জানান, মন্দিরের ঠাকুরের মাথায় মুকুটটি নেই।
শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) তাইজুল ইসলাম জানিয়েছেন, মামলায় এখনও কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি এবং তদন্ত চলছে। পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেছেন, মুকুট উদ্ধার না হওয়া পর্যন্ত চেষ্টা অব্যাহত থাকবে।
স্থানীয় মানুষের মধ্যে এই ঘটনায় অসন্তোষ বাড়ছে, বিশেষ করে পূজা অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কারণে। উল্লেখ্য, যশোরেশ্বরী কালীমন্দির সনাতন ধর্মের ৫২ পিটের একটি পিট। ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মন্দির পরিদর্শন করে কালীপ্রতিমার মাথায় সোনার মুকুট পরিয়ে দিয়েছিলেন। গত বৃহস্পতিবার দুপুরে মন্দিরের সেবায়েত বাড়ি ফেরার পর মুকুটটি চুরি হয়, যা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।