ঢাকা
খ্রিস্টাব্দ

কুমিল্লায় বাসচাপায় দুই নারী ও শিশু নিহত, আহত আরেক শিশু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1895536 জন

  • নিউজটি দেখেছেনঃ 1895536 জন
কুমিল্লায় বাসচাপায় দুই নারী ও শিশু নিহত, আহত আরেক শিশু
ছবি : সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুরে বাসচাপায় তিনজন নিহত হয়েছে। তাদের মধ্যে দুজন নারী ও একটি শিশু।


কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। একইসঙ্গে তিনি জানান, দুর্ঘটনার জন্য দায়ী বাসটি এখনও আটক করা যায়নি। আর নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।


স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত পৌনে ৮টার দিকে দাউদকান্দি উপজেলার রায়পুরে মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি বাস দুই শিশুসহ চারজনকে চাপা দেয়। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে দ্রুত গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক দুই নারী ও এক শিশুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


পুলিশ জানায়, চারজনকে চাপা দেয়া বাস ও চালককে আটক করতে অভিযান চালানো হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন