ঢাকা
খ্রিস্টাব্দ

গাইবান্ধার সাদুল্লাপুরে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মো. মাসুম পারভেজ | সংবাদদাতা
গাইবান্ধা (রংপুর)
শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ১১.০৭ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ১১.০৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1130499 জন

  • নিউজটি দেখেছেনঃ 1130499 জন
গাইবান্ধার সাদুল্লাপুরে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ

গাইবান্ধার সাদুল্যাপুরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলার জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।


সভার আলোচনায় স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানকে এক বিরল ও অবিস্মরণীয় ঘটনা হিসেবে উল্লেখ করা হয়। বক্তারা বলেন, এই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে এবং মুক্তিযুদ্ধের চেতনা জনগণের কাছে পুনঃপ্রতিষ্ঠিত হয়।


বক্তারা ঘোষণাপত্রের মাধ্যমে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মর্যাদাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান। এতে বলা হয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ স্বাধীন ও নিরপেক্ষ হবে, এবং ব্যক্তির অধিকার ও ভোটাধিকার সুরক্ষিত থাকবে।


ঘোষণাপত্রে দাবিগুলোর মূল বিষয়বস্তু:

১. জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের বিনামূল্যে সুচিকিৎসা নিশ্চিত করা।

২. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের স্বীকৃতি প্রদান।

৩. অভ্যুত্থানে আওয়ামী খুনী ও তাদের সহযোগীদের বিচার নিশ্চিত করা।

৪. ১৯৪৭-এর পাকিস্তান আন্দোলন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের অভ্যুত্থানের ধারাবাহিকতা স্পষ্ট করা।

৫. ফ্যাসিবাদী সংবিধান বাতিল করে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার।

৬. নতুন রাজনৈতিক ব্যবস্থায় সকল বৈষম্য দূর করার প্রতিশ্রুতি।

৭. বিদ্যমান ফ্যাসিবাদী কাঠামো বিলোপ এবং গণতন্ত্রভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি।


বক্তারা আরও বলেন, গত ১৫ বছর ধরে বাংলাদেশের জনগণ একদলীয় শাসন ও ফ্যাসিবাদী নির্যাতনের শিকার হয়েছে। অবৈধ সরকারের অধীনে ভোটাধিকার হরণ, গুম, খুন, দুর্নীতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। কিন্তু ২০২৪ সালের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন সেই ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়েছে।


জরুরি আহ্বান:

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দ্রুত ঘোষণাপত্র প্রকাশের জোর দাবি জানানো হয়েছে। বক্তারা বলেন, এই ঘোষণাপত্র হবে অন্তর্বর্তী সরকারের বৈধতার ভিত্তি এবং পরবর্তী সংবিধানের মূল ভিত্তি। জনগণের চাপের মুখে সরকার ইতোমধ্যেই ঘোষণাপত্র প্রকাশে সম্মতি জানিয়েছে।


আন্দোলনের নেতারা আরও বলেন, এই ঘোষণাপত্রে বিগত দুই শতকের সংগ্রাম, ১৬ বছরের শাসন নিপীড়নের খতিয়ান এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের সুস্পষ্ট প্রতিশ্রুতি থাকতে হবে।


জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জনগণের ঐক্য ও সংগ্রামকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ চালিয়ে যাবে।

সংগ্রামী ছাত্র-জনতা সবাইকে সালাম ও শুভেচ্ছা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মো. মাসুম পারভেজ | সংবাদদাতা
গাইবান্ধা (রংপুর)
শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ১১.০৭ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ১১.০৭ অপরাহ্ন