বাংলাদেশে সকল ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার রক্ষায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে সরকার কঠোরভাবে প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আজ ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, "সকল সম্প্রদায়ের মানুষ বাংলাদেশের নাগরিক, এবং তাদের অধিকার সমান। এসব অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত।"
তিনি আরো উল্লেখ করেন, "কোনো সম্প্রদায়কে ধর্মীয় কারণে অত্যাচার-নির্যাতন করা হবে না। যদি এমন কিছু ঘটে, তাহলে অপরাধীদের কঠোরভাবে বিচারের মুখোমুখি করা হবে।"
উপদেষ্টা সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে বলেন, "আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। সারা দেশে স্বেচ্ছাসেবকরা সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা করছেন, যাতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়।"