ঢাকা
খ্রিস্টাব্দ

ডিসেম্বরে আসছে মেট্রো রেলের একক যাত্রার ২০ হাজার কার্ড

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| স্টাফ রিপোর্টার
ঢাকা
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১০.০৩ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১০.০৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1315930 জন

  • নিউজটি দেখেছেনঃ 1315930 জন
ডিসেম্বরে আসছে মেট্রো রেলের একক যাত্রার ২০ হাজার কার্ড
ছবি : সংগৃহীত

চলতি বছরের ডিসেম্বর মাসে মেট্রো রেলের একক যাত্রার আরো ২০ হাজার কার্ড আসছে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। 


এমআরটি লাইন-৬ এর প্রকল্প পরিচালক মো. জাকারিয়া জানান, ১৬ ডিসেম্বর ২০ হাজার টিকিট দেশে আসার প্রক্রিয়া শুরু হবে। এটা মাসের শেষের দিকে হাতে পাওয়া যাবে। এরপর আবার ২৮ ডিসেম্বর আরো ৩০ হাজার টিকিট আসার প্রক্রিয়া শুরু হবে। এতে করে সামনের মাসের মধ্যে সংকট কেটে যাবে।


তিনি আরো বলেন, সকালে বেশিরভাগ যাত্রী মতিঝিল-সচিবালয় যান। ফলে টিকিটগুলো সব ওইদিকে চলে যাচ্ছে। উত্তরার এ পাশ থেকে যদি ২০০ লোক যায়, তবে ফিরে আসে ১০০ লোক। এতে করে একক যাত্রার ভারসাম্য হয় না। সকালে একদিকে যাত্রীর চাপ বেশি থাকে আর ফিরে আসে কম, তাই বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত টিকিট নিয়ে টানাটানি থাকে। ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, মেট্রোরেল চালু হওয়ার সময় স্টেশনগুলোতে ২ লাখ ৬৮ হাজার ৪৪১টি একক যাত্রার কার্ড ছিল। কিন্তু এক বছর ৯ মাস পর গত অক্টোবর মাসে জানা যায়, ২ লাখের বেশি একক যাত্রার কার্ড হারিয়ে গেছে। তখন কার্ডের সংখ্যা ৪০ হাজারের মতো। এর কারণ হিসেবে বলা হয়েছিল, যাত্রীরা অনেক কার্ড সঙ্গে নিয়ে গেছেন, আবার কিছু কার্ড নষ্ট হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তখন প্রতিষ্ঠানটি নিয়ে যাওয়া কার্ডগুলো যাত্রীদের ফেরত দেওয়ার অনুরোধ জানায়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| স্টাফ রিপোর্টার
ঢাকা
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১০.০৩ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১০.০৩ অপরাহ্ন