ঢাকা
খ্রিস্টাব্দ

নির্বাচিত সরকারের অধীনেই দেশ নিরাপদে থাকবে : শামা ওবায়েদ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ফরিদপুর
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১২.২৫ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১২.২৫ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1189795 জন

  • নিউজটি দেখেছেনঃ 1189795 জন
নির্বাচিত সরকারের অধীনেই দেশ নিরাপদে থাকবে : শামা ওবায়েদ
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, নির্বাচিত সরকারের অধীনেই দেশ নিরাপদে থাকবে। তাই দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ফেয়ার নির্বাচন হলে বিএনপি ছাড়া এমন কোনো দল নেই যে ক্ষমতায় আসবে। নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে- ইনশাআল্লাহ্।



সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলা সদরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরো বলেন, হাসিনা দেশ থেকে পালানোর মধ্য দিয়ে আওয়ামী লীগের বিচার আল্লাহ শুরু করেছে। তাই দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


সালথা উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বর, সাধারণ সম্পাদক চৌধুরী ইমদাদ আলী সিদ্দিকী খসরু, বিএনপি নেতা মো. জাহিদ হোসেন, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর প্রমুখ।



উল্লেখ্য, প্রায় দুই হাজার হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন শামা ওবায়েদ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ফরিদপুর
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১২.২৫ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১২.২৫ পূর্বাহ্ন