ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ফল খালাস বন্ধের হুমকি, অতিরিক্ত শুল্ক

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫, ১০.৪৩ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫, ১০.৪৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1075145 জন

  • নিউজটি দেখেছেনঃ 1075145 জন
চট্টগ্রামে ফল খালাস বন্ধের হুমকি,  অতিরিক্ত শুল্ক
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রামে মানববন্ধন করেছেন ফল ব্যবসায়ীরা। বৃহস্পতিবার  সকাল সাড়ে ১০টায় নগরের রেলওয়ে মেনস ক্লাবস্থ ফলমন্ডির সামনে তাজা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মুহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদুল আলম।


এসময় বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ ফরহাদ উদ্দিন, মুহাম্মদ আলমগীর, আমদানিকারক আবুল কালাম আজাদ, নাজমুল হাসান মাহমুদ শিমুল, আবু বক্কর, জুনাইদুল হক ও ফল ব্যবসায়ী হোসেন বক্তব্য দেন।  


মানববন্ধনে অংশ নেন চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি আলী আব্বাস খান, সহ সাধারণ সম্পাদক রাশেদ কামাল মুন্না, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক আবু বক্কর, দপ্তর ও পাঠাগার সম্পাদক আয়াজ মিয়া, প্রচার সম্পাদক জুনাইদুল হক, প্রকাশনা সম্পাদক আব্দুল লতিফ, সদস্য আবদুর রহিম, ওমর ফারুক, সমিতির সাবেক সভাপতি হাজী মালেক চৌধুরী. সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী, আলমগীর, সাবেক অর্থ সম্পাদক মুহাম্মদ হানিফ, শহিদুল্লাহ, সাবেক ধর্ম সম্পাদক জাকির হোসেন প্রমুখ।


বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধনে তাজা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না হলে ২ ফেব্রুয়ারি এনবিআর ভবনের সামনে অবস্থান এবং ৪ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম বন্দরসহ দেশের সকল সমুদ্র, নৌ এবং স্থল বন্দর দিয়ে একযোগে আমদানিকৃত তাজা ফল খালাস বন্ধের হুমকি দেওয়া হয়।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫, ১০.৪৩ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫, ১০.৪৩ অপরাহ্ন