ঢাকা
খ্রিস্টাব্দ

৭৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুনের আঘাত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1757389 জন

  • নিউজটি দেখেছেনঃ 1757389 জন
৭৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুনের আঘাত
ছবি : সংগৃহীত

চীনের বাণিজ্যিক অঞ্চল সাংহাইয়ের কাছে শক্তিশালী টাইফুন আঘাত হেনেছে। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে ব্যাপক শক্তি নিয়ে টাইফুন ‘বেবিনকা’ সরাসরি আঘাত হানে। টাইফুনের কারণে কয়েক লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। 


চীনের আবহাওয়া প্রশাসন জানিয়েছে, সাংহাইয়ের পূর্বে লিংগাং নিউ সিটির উপকূলীয় এলাকায় আঘাত হানে শক্তিশালী এই টাইফুন।  চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের মতে, ৭৫ বছরের মধ্যে সাংহাইয়ে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় এটি।

স্থানীয় কর্মকর্তাদের মতে, সতর্কতা হিসেবে গতকাল রবিবার সন্ধ্যার মধ্যে সাংহাই মেট্রোপলিটন এলাকার চার লাখেরও বেশি লোককে স্থানান্তরিত করা হয়। ইয়াংজি নদীর কাছে চংমিং জেলা থেকে আরো ৯ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে, দ্বীপটি সাংহাইয়েরও অংশ।


শহরের দুটি প্রধান বিমানবন্দরে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে।



এ ছাড়া ট্রেন পরিষেবা বাতিল এবং মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। সাংহাইয়ের ২৫ মিলিয়ন বাসিন্দাদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। ১৫১ কিলোমিটার (৯৪ মাইল) পর্যন্ত বাতাসের গতিবেগ রেকর্ড করায় কর্তৃপক্ষ বেবিনকার জন্য লাল সতর্কতা জারি করেছে। 

টাইফুনের কারণে সাংহাই ডিজনি রিসোর্ট, জিনজিয়াং অ্যামিউজমেন্ট পার্ক এবং সাংহাই ওয়াইল্ড এনিম্যাল  পার্কসহ সাংহাইয়ের রিসোর্টগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।



জাতীয় আবহাওয়া কর্তৃপক্ষের মতে, এই মাসে চীনের দক্ষিণ হাইনান দ্বীপের মধ্য দিয়ে যাওয়ার সময় আরেকটি টাইফুন ইয়াগির আঘাতে কমপক্ষে চারজন নিহত এবং ৯৫ জন আহত হয়েছে। ইয়াগি দক্ষিণ-পূর্ব এশিয়ায়ও ভয়াবহ বন্যার সৃষ্টি করেছিল। এর প্রভাবে ভিয়েতনাম এবং মিয়ানমারে শত শত মানুষের মৃত্যু হয়েছে।


বেবিনকা জাপান এবং মধ্য ও দক্ষিণ ফিলিপাইনের মধ্য দিয়েও চলে গেছে। এর আঘাতে সেখানে গাছ পড়ে ছয়জনের মৃত্যু হয়েছে।



চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বেবিনকা উত্তর-পশ্চিমে সরে যাবে বলে ধারণা করা হচ্ছে। যার ফলে জিয়াংসু, ঝেজিয়াং এবং আনহুই প্রদেশে ভারি বৃষ্টিপাত ও প্রবল বাতাস বয়ে যাচ্ছে। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন