পটুয়াখালী শহরে ইজিবাইকের চাকায় ওড়না পেচিয়ে অধরা ইসলাম মোহনা (১৮) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুন) সকাল ১১টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত কলেজ ছাত্রী পটুয়াখালী শহরের শিমুলবাগ এলাকার রাসেদ মুন্সির মেয়ে। তিনি এবারের এইচএসসি পরীক্ষায় পটুয়াখালী সরকারি মহিলা কলেজ থেকে অংশ নেওয়ার কথা ছিল।
জানাগেছে, মোহনা ও তার তিন বান্ধবী শহরের মুসলিম পাড়া এলাকায় প্রাইভেট পড়তে গিয়েছিলেন। সেখান থেকে শহরের চৌরাস্তা যাওয়ার পথে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ইজিবাইকের চাকায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগে। ঘটনাস্থলেই মোহনা অচেতন হয়ে পড়েন। এ সময় মোহনার সঙ্গে থাকা বান্ধবীরা দ্রুত ওড়না খুলে ফেলেন।
পরে তাকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামীমা নাসরিন বলেন, কলেজছাত্রী মোহনাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, ঘটনার পরপরই পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। তাতে মোহনার গলায় ওড়না পেচিয়ে যাওয়ার দাগ পাওয়া গেছে।