ঢাকা
খ্রিস্টাব্দ

পৃথিবী কক্ষপথ থেকে পড়ে যায় না কেন?

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1748950 জন

  • নিউজটি দেখেছেনঃ 1748950 জন
পৃথিবী কক্ষপথ থেকে পড়ে যায় না কেন?
ছবি : সংগৃহীত

পৃথিবী কেন কক্ষপথ থেকে পড়ে যায় না, তা বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে মহাকর্ষ বল ও গতির ধারণা।


নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী, মহাকর্ষ বল প্রতিটি বস্তু একে অপরকে আকর্ষণ করে। পৃথিবী, চাঁদ, এবং সূর্য—সবাই একে অপরকে মহাকর্ষ বল দিয়ে টেনে রাখে। সূর্যের প্রচণ্ড মহাকর্ষ শক্তির জন্য পৃথিবী তার চারপাশে ঘোরে।  এটি এমন এক বল, যা সূর্য থেকে আমাদের পৃথিবীকে টেনে রাখে এবং আমাদের কক্ষপথে স্থিত করে।


 

এখন প্রশ্ন হলো, পৃথিবী যদি সূর্যের মহাকর্ষ বলের অধীনে থাকে, তবে কেন এটি সরাসরি সূর্যের দিকে পড়ে না? এর উত্তর হলো পৃথিবীর গতি। যখন পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, তখন এটি এক বিশাল গতিতে ঘুরছে। এই গতি পৃথিবীকে সূর্যের দিকে সরাসরি পড়ে যেতে বাধা দেয়।



পৃথিবী মূলত সূর্যের দিকে পড়তে চায়, কিন্তু সেই সঙ্গে এটি যথেষ্ট গতিতে এগিয়েও চলছে। এর ফলে পৃথিবী একধরনের ভারসাম্য অবস্থায় থাকে—যেন সূর্যকে কেন্দ্র করে এটি সর্বদা পড়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু গতির কারণে কখনো সরাসরি পড়ে না। এই ভারসাম্যকে ‘কেন্দ্রাতিগ বল’ (Centrifugal force) বলা হয়।


এই দুটো শক্তি—মহাকর্ষ বল, যা পৃথিবীকে সূর্যের দিকে টানে, এবং পৃথিবীর রৈক্ষিক গতি, যা পৃথিবীকে সরাসরি সূর্যের দিকে পড়তে দেয় না—একসঙ্গে পৃথিবীকে কক্ষপথে স্থিত রাখে।  এই ভারসাম্যকে কক্ষপথের গতি বলা হয়।


 

পৃথিবী যদি একদম স্থির থাকত, তবে সূর্যের মহাকর্ষে এটি সরাসরি সূর্যের দিকে পড়ে যেত। কিন্তু পৃথিবী চলমান থাকায় এবং তার চলার গতি মহাকর্ষের সঙ্গে ভারসাম্য তৈরি করে, সে কারণেই পৃথিবী সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে।


সুতরাং পৃথিবী কক্ষপথ থেকে পড়ে না, কারণ এটি সূর্যের মহাকর্ষ শক্তির দ্বারা টানা হচ্ছে, তবে তার গতির কারণে সরাসরি সূর্যের দিকে পড়তে পারে না। এই গতি ও মহাকর্ষের ভারসাম্য পৃথিবীকে নিরাপদে কক্ষপথে ঘোরার সুযোগ দেয়, এবং আমরা আমাদের দৈনন্দিন জীবনযাপন করতে পারি এই প্রাকৃতিক নীতির ফলস্বরূপ।



এভাবেই মহাকাশের জটিল কাজগুলো একটি ভারসাম্য রক্ষা করে পৃথিবীকে তার কক্ষপথে ধরে রাখে।  --- সূত্র: হাউ ইটস ওয়ার্কস


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন