ঢাকা
খ্রিস্টাব্দ

কাজী আনিস আহমেদের উপন্যাস ‘কার্নিভোর’ প্রকাশ হচ্ছে হার্পার কলিন্স থেকে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শনিবার, ২১ জুন ২০২৫, ১১.৩৬ অপরাহ্ন

আপডেট : শনিবার, ২১ জুন ২০২৫, ১১.৩৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 513767 জন

  • নিউজটি দেখেছেনঃ 513767 জন
কাজী আনিস আহমেদের উপন্যাস ‘কার্নিভোর’  প্রকাশ হচ্ছে  হার্পার কলিন্স থেকে

স্বনামধন্য ব্রিটিশ-আমেরিকান প্রকাশনা সংস্থা হার্পার কলিন্স থেকে প্রকাশ হতে যাচ্ছে কাজী আনিস আহমেদের নতুন উপন্যাস ‘কার্নিভোর’। নিউ ইয়র্ক অভিবাসী একজন বাংলাদেশি শেফের অর্থ উপার্জনের এক ভিন্ন পথ বেছে নেওয়ার ঘটনাটি তার লেখায় উঠে এসেছে; যেটি এক অভূতপূর্ব ঘটনাও বটে।



প্রকাশনা প্রতিষ্ঠান হার্পার কলিন্স জানায়, ৩২০ পৃষ্ঠার ‘কার্নিভোর’ বইটি আগামী ৩০ জুন প্রকাশ হবে। বর্তমানে বইটি অ্যামাজনে প্রি-অর্ডার করা যাচ্ছে। অ্যামাজন ছাড়াও যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়ার বাজারে প্রিন্ট এবং অনলাইন সংস্করণে পাওয়া যাবে। আর আগামী বছরের মার্চে বইটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর আমেরিকায় প্রকাশ হবে। এছাড়া ঢাকার বুকওয়ার্ম এবং অন্যান্য দোকানেও ইন্ডিয়ান পেপারব্যাক সংস্করণে পাওয়া যাবে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।



বইটির আগাম প্রশংসায় ব্রিটিশ লেখক ওয়াসিম খান বলেছেন, কাজী আনিস আহমেদের লেখা তীক্ষ্ণ—যা তার আখ্যানের অন্ধকার বাঁকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ! খাবারের বিলাসিতা ও রুচির বিকৃতির মধ‍্য দিয়ে তিনি সমাজের ক্রমবর্ধমান শ্রেণিভেদের বীভৎসতা তুলে এনেছেন।


ব্রিটিশ সাংবাদিক নিনা ভদ্রেশ্বর বলেছেন, ‘কার্নিভোর একাধারে থ্রিলার, ডায়াস্পোরিক ড্রামা এবং বিলিয়নিয়ার ক্লাবের হাস্যরস সমৃদ্ধ। কাজী আনিসের নায়ক অসহায় ক্যাশ, একজন অভিবাসী বাঙালি। সে ম্যানহাটনের একটি রেস্তোরাঁ চালায়, যা অভিনব স্বাদের জন্য পরিচিত—অথচ কিছু রাশিয়ান ব্যবসায়ীর কাছে লাখ লাখ টাকা ঋণী। এটা ভারত, বাংলাদেশ আর উপনিবেশের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ পাঠ।’


লেখক কাজী আনিস আহমেদ ঢাকায় বেড়ে উঠেছেন এবং যুক্তরাষ্ট্রে পিএইচডি সম্পন্ন করেছেন। এর আগে তার একটি ছোটগল্প সংকলন, উপন‍্যাসিকা এবং একটি উপন‍্যাস প্রকাশিত হয়েছে। তিনি নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল, গার্ডিয়ান, অবজারভার, ফিন্যান্সিয়াল টাইমসসহ দেশে ও বিদেশে বিভিন্ন পত্রিকায় উপসম্পাদকীয় লিখেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শনিবার, ২১ জুন ২০২৫, ১১.৩৬ অপরাহ্ন
আপডেট : শনিবার, ২১ জুন ২০২৫, ১১.৩৬ অপরাহ্ন