ঢাকা
খ্রিস্টাব্দ

মাঠের জবাব মাঠেই দেওয়া হবে’ — পিআর পদ্ধতির দাবিতে জামায়াতের আন্দোলন ঘিরে হুঁশিয়ারি বিএনপির

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৮.০৪ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৮.০৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 115101 জন

  • নিউজটি দেখেছেনঃ 115101 জন
মাঠের জবাব মাঠেই দেওয়া হবে’ — পিআর পদ্ধতির দাবিতে জামায়াতের আন্দোলন ঘিরে হুঁশিয়ারি বিএনপির
- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির দাবিতে জামায়াতে ইসলামীর চলমান প্রস্তুতি ও আন্দোলনের প্রেক্ষাপটে বিএনপির পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “মাঠের জবাব মাঠেই দেওয়া হবে।”

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের নিজ বাসভবনে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা।

সালাহউদ্দিন আহমদ বলেন, “রাজনৈতিক হীন উদ্দেশ্যে বা কিছু আসন বেশি পাওয়ার লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ যদি পিআর পদ্ধতির পক্ষে অবস্থান নেয়, সেটা ভয়ংকর পরিণতি ডেকে আনবে। আমরা উচ্চ-নিম্ন সব পর্যায়েই এই পদ্ধতির বিপক্ষে। যারা এই দাবি করছে, তারা জনগণের কাছে ইশতেহার নিয়ে যাক, ম্যান্ডেট পেলে তবেই বাস্তবায়নের কথা বলুক।”

জামায়াতে ইসলামীসহ কয়েকটি দলের আন্দোলন কর্মসূচির প্রসঙ্গে তিনি বলেন, “যারা আন্দোলনের ঘোষণা দিয়েছে, তাদের দাবি হলো জুলাই সনদ বাস্তবায়ন। তবে এই বাস্তবায়নের প্রক্রিয়া এখনো আলোচনাধীন। এমন সময়ে আন্দোলনের সিদ্ধান্ত কতটা যৌক্তিক, তা জনগণ বিচার করবে।”

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি নির্বাহী আদেশের মাধ্যমে নয়, বরং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার নজির সৃষ্টি হলে, ভবিষ্যতে তা ভয়ংকর চর্চায় রূপ নিতে পারে।”

তিনি বলেন, “যদি নির্বাহী আদেশেই নিষেধাজ্ঞা দিতে হয়, তাহলে স্বৈরাচারের সঙ্গে যুক্ত ২৮টি দলকে একযোগে নিষিদ্ধ করতে হবে। তাহলে প্রশ্ন আসে—নির্বাচনে কারা অংশ নেবে? এতে জাতীয় ঐক্য বিনষ্ট হবে এবং পতিত শক্তি এর সুযোগ নিতে পারে।”

বিএনপির এই নেতা সতর্ক করে বলেন, “স্থিতিশীল সরকার গঠন করা না গেলে শুধু জাতীয় নিরাপত্তাই নয়, আঞ্চলিক নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।”

তিনি সকল রাজনৈতিক পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং বলেন, “রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে জাতীয় স্বার্থকে উপেক্ষা করে লাভের হিসাব করলে তার পরিণতি ভয়াবহ হতে পারে।”


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৮.০৪ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৮.০৪ অপরাহ্ন