ঢাকা
খ্রিস্টাব্দ

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১১.১১ অপরাহ্ন

আপডেট : রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১১.১১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 870175 জন

  • নিউজটি দেখেছেনঃ 870175 জন
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ছবি : সংবাদদাতা প্রেরিত।

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) নানা আয়োজন, বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চতুর্থ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করেছে।


রবিবার সকালে পিরোজপুরের অস্থায়ী প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতার শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। 


পরে একটি আনন্দ র‍্যালি শহরের সিও অফিস মোড় প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এসে শেষ হয়।


পরে এক আলোচনা সভায় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মেজর (অব:) ব্যারিস্টার এম সরোয়ার হোসেন বলেন, দক্ষিণাঞ্চলে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পেছনে যারা কাজ করেছেন আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। পিরোজপুরের সংস্কৃতি, সম্প্রীতি ও শিক্ষা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টি অগ্রণী ভুমিকা পালন করবে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।


এসময় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, পৃথিবীতে যত পরিবর্তন হয়েছে সব বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে হয়েছে। সবচেয়ে বড় হাতিয়ার এই বিজ্ঞান ও প্রযুক্তি।


এ সময় তিনি এই বিশ্ববিদ্যালয়টিকে একটি পূর্ণাঙ্গ ও বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, পিরোজপুর মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১১.১১ অপরাহ্ন
আপডেট : রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১১.১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ