ফেনীর গুদাম কোয়ার্টার রেলগেটে চলন্ত ট্রেনের ধাক্কায় সিএনজিতে থাকা মা ও ছেলের করুণ মৃত্যু হয়। শনিবার (২৮ জুন) রাত ৮টার দিকে দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেলক্রসিং পার হবার সময় সিএনজিটি আটকে গেলে চালক পালিয়ে যায়। এসময় ট্রেনের ধাক্কায় সিএনজিতে থাকা ২ যাত্রী গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ছেলেকে মৃত ঘোষণা করে মর্গে পাঠায়। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য মাকে ঢাকায় রেফার্ড করেন।
নিহতের নাম হাফিজুল ইসলাম (৪২)। তিনি ফেনী নোবেল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ছিলেন। বর্তমানে ঢাকার একটি কলেজে শিক্ষকতা করতেন। নিহতের মা ফাতেমাতুজ জোহরাকে (৬২) চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১১টার সময় সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহতরা ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পাঠানগড় গ্রামের মিয়াজী বাড়ির বাসিন্দা।
নিহত হাফিজুলের ভাই রিয়াজুল ইসলাম বলেন, ডাক্তার দেখিয়ে মা ও বড় ভাই ফেনী থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আকস্মিক এমন দুর্ঘটনায় পুরো পরিবার এলোমেলো হয়ে গেছে। কিছু বলার মতো ভাষা নেই।
এ বিষয়ে ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইকবাল হোসেন বলেন, নিহত হাফিজুল ইসলামের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।