ঢাকা
খ্রিস্টাব্দ

গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিকাশ নাথ | সংবাদদাতা
বোয়ালখালী উপজেলা
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২.৪১ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২.৪১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 104020 জন

  • নিউজটি দেখেছেনঃ 104020 জন
গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী **গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস, মিলাদ মাহফিল, ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস. এম. খসরু পারভেজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য শওকত আলম। প্রধান বক্তা হিসেবে পবিত্র কোরআন ও হাদিস থেকে তাফসির পেশ করেন হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষক মাওলানা মুহাম্মদ কাউছার আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য ও সাংবাদিক মোঃ সিরাজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আবু আকতার। আরও উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এম এ মন্নান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিষু কুমার বড়ুয়া, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক শিক্ষক মনজুর আলম, শিক্ষক বিপ্লব সরকারও মাওলানা মাহবুব রশীদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাওলানা রবিউল আলম, মাওলানা নুরুল আবছার, মোঃ গোলাম ফারুক, সেলিম মাহমুদ, নুরুল আলম, শরীফ জাহান, প্রমুখ।

শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ কাউছার আলম। পরবর্তীতে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে তাবারক বিতরণ ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনজুর আলম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিকাশ নাথ | সংবাদদাতা
বোয়ালখালী উপজেলা
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২.৪১ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২.৪১ পূর্বাহ্ন