নেত্রকোনার কলমাকান্দায় আজ শুক্রবার (১৬ আগস্ট) ভোরে ইশবপুর এলাকা থেকে চোরাই পথে আনা ৮০ বস্তা ভারতীয় চিনি ও ৫০০টি কম্বল জব্দ করেছে সেনাবাহিনী। এ সময় তিন চোরাকারবারিকে আটক করা হয়েছে।
জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাসদস্যরা ওয়ারেন্ট অফিসার শফিকের নেতৃত্বে আজ শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে ইশবপুর এলাকায় অভিযান চালান। এ সময় চোরাকারবারে জড়িত তিন ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন ইশবপুর গ্রামের শহিদুল ইসলাম, মন্তলা গ্রামের মোহাম্মদ মোওলা মিয়া ও হুমায়ুন কবির। পরে তাদের হেফাজত থেকে ৮০বস্তা চিনি ও ৫০০টি ভারতীয় কম্বল জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক দাম ১০ লাখ টাকা। আটক চোরাকারবারিদের কলমাকান্দা থানা পুলিশের কাছে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
আর পণ্যসমূহ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সরকারি হেফাজতে স্থানান্তর করা হবে।