ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ‘২১ পদে ৪০ পদপ্রার্থী’ ভোটে লড়বেন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫, ৪.১০ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫, ৪.১০ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1079009 জন

  • নিউজটি দেখেছেনঃ 1079009 জন
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ‘২১ পদে ৪০ পদপ্রার্থী’ ভোটে লড়বেন

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২১টি পদের জন্য ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ৫ হাজার ৪০৪ আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে গঠিত কমিশন সূত্রে জানা যায়।

এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল একটি যৌথ প্যানেল, "আইনজীবী ঐক্য পরিষদ", ঘোষণা করে প্রচারণা চালাচ্ছে।

অন্যদিকে, আওয়ামী লীগ সমর্থিত "সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ" প্যানেলও নির্বাচনী প্রচারণায় সক্রিয় রয়েছে।

আইনজীবী ঐক্য পরিষদ সাত্তার-হাসান-বারী প্যানেল সম্পাদকের ১০টি এবং নির্বাহী সদস্যের ১১টি পদে প্রার্থী দিয়েছে। অপরদিকে, আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদও প্রথমে সম্পাদকের ১০টি এবং নির্বাহী সদস্যদের ১১টি পদে প্রার্থী দিয়েছিল, কিন্তু পরবর্তীতে নির্বাচন কমিশন দুইজন নির্বাহী সদস্য প্রার্থীর প্রার্থিতা বাতিল করে।

এছাড়া, নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ সোলায়মান জানিয়েছেন যে, সহ-সাধারণ সম্পাদক প্রার্থী আক্তারুজ্জামান রোমেল ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার চৌধুরী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে এখন ১০টি সম্পাদকীয় এবং ১১টি নির্বাহী সদস্য পদে মোট ২০ জন করে প্রার্থী রয়েছেন।

উল্লেখ্য, আসন্ন নির্বাচন উপলক্ষে গত ১৪ জানুয়ারি নির্বাচন কমিশন গঠন করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫, ৪.১০ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫, ৪.১০ অপরাহ্ন