ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার বলেছেন, গাজায় ইসরাইলি সামরিক অভিযানে ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু সত্ত্বেও হামাস টিকে আছে এবং ভবিষ্যতেও টিকে থাকবে। খামেনি উল্লেখ করেন, "ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের জন্য সিনওয়ারের মৃত্যু বেদনাদায়ক, কিন্তু এটি প্রতিরোধের শেষ নয়।"
তিনি বলেন, "ফিলিস্তিনি ইসলামি আন্দোলন হামাস শক্তিশালীভাবে টিকে থাকবে।" সিনওয়ারকে ২০২৩ সালের অক্টোবর ইসরাইলের হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়, যা গাজা যুদ্ধের সূচনা করে। বুধবার তাকে হত্যা করা হয়।
খামেনি আরও জানান, সিনওয়ার ছিলেন "প্রতিরোধ ও সংগ্রামের একটি দীপ্তিমান ব্যক্তিত্ব" এবং তার সাহসিকতার প্রশংসা করেন। তিনি বলেন, "৭ অক্টোবরের হামলা তার উত্তরাধিকার হিসেবে অমোচনীয়।" ইরানের রাজধানী তেহরানে গত জুলাই মাসে হামাস নেতা ইসমাইল হানিয়াহর হত্যার পর সিনওয়ার হামাসের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।