ঢাকা
খ্রিস্টাব্দ

ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তায় জিপিএস লোকেশন তৈরির উদ্যোগ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)।।

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1743031 জন

  • নিউজটি দেখেছেনঃ 1743031 জন
ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তায় জিপিএস লোকেশন তৈরির উদ্যোগ
অপকা বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে সংস্থাটির পক্ষ থেকে জিপিএস লোকেশন-সংবলিত বই উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়।

চট্টগ্রামের মীরসরাইয়ে আসন্ন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) লোকেশন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগটি বাস্তবায়ন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা অর্গানাইজেশন ফর দ্য পুওর অ্যাডভান্সমেন্ট (অপকা)।



বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের হাতে জিপিএস লোকেশন সংবলিত একটি বই তুলে দেওয়া হয়। অপকা’র নির্বাহী পরিচালক মো. আলমগীর জানান, সম্প্রতি সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এনজিও প্রতিনিধিদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়, যেখানে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে জিপিএস লোকেশন তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়।


এ প্রসঙ্গে আলমগীর বলেন, "মীরসরাইয়ের হিন্দু, বৌদ্ধ এবং খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানের জিপিএস লোকেশন অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সহায়তা করবে।"


উপজেলার ইউএনও মাহফুজা জেরিন মন্তব্য করেন, "জিপিএস লোকেশন তৈরির ফলে যে কোনো জরুরি অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত সাড়া দিতে পারবে। এটি দুর্গাপূজার সময়সহ অন্যান্য ধর্মীয় উৎসবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সহায়ক হবে।"


মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের এবং জোরারগঞ্জ থানার ওসি এ টি এম শিফাতুল মাজদার জানিয়েছেন, "জিপিএস লোকেশন তৈরির ফলে তারা প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত ধর্মীয় প্রতিষ্ঠানে দ্রুত পৌঁছাতে পারবেন, যা আইনশৃঙ্খলা রক্ষায় সহায়ক হবে।"


এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন, যারা এই উদ্যোগের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে এটি এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)।।

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন