ঢাকা
খ্রিস্টাব্দ

জামিন পেয়েছেন মডেল মেঘনা আলম

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১১.৩২ অপরাহ্ন

আপডেট : সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১১.৩২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 790900 জন

  • নিউজটি দেখেছেনঃ 790900 জন
জামিন পেয়েছেন মডেল মেঘনা আলম
মডেল মেঘনা আলম

মডেল মেঘনা আলম জামিন পেয়েছেন। রাজধানীর ধানমণ্ডি থানায় তার নামে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে মামলা ছিল। ওই মামলায় গত ১৭ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে গ্রেপ্তার দেখানো হয়েছিল মডেল মেঘনা আলমকে। এরপর তার সব ধরনের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করা হয়।



এর আগে ৯ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মেঘনা আলমকে আটক করা হয়। আটকের আগে তিনি ফেসবুকে একটি লাইভ করেন। সেখানে তিনি অভিযোগ করেন, বাসার দরজা ভেঙে পুলিশ পরিচয়ধারীরা ভেতরে প্রবেশের চেষ্টা করছে। মেঘনা আলমকে আটক করার পরপরই লাইভটি বন্ধ হয়ে যায়। ১২ মিনিটের বেশি সময় ধরে চলা ওই লাইভ এরপর তার আইডি থেকে ডিলিট হয়ে যায়। যদিও এর আগেই ফেইসবুকে তা ছড়িয়ে পড়ে।



পরদিন রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে উপস্থাপন করে মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবির আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ বিশেষ ক্ষমতা আইনে মেঘনাকে ৩০ দিন কারাগারে আটক রাখার আদেশ দেন।


মডেল মেঘনাকে আটকের প্রক্রিয়া নিয়ে সমালোচনার মধ্যে ১২ এপ্রিল ডিএমপির ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | বিনোদন
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১১.৩২ অপরাহ্ন
আপডেট : সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১১.৩২ অপরাহ্ন