ঢাকা
খ্রিস্টাব্দ

ফিলিস্তিনে রক্তক্ষয়ী আগ্রাসনের বিরুদ্ধে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ১০.৩১ অপরাহ্ন

আপডেট : সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ১০.৩১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 885469 জন

  • নিউজটি দেখেছেনঃ 885469 জন
ফিলিস্তিনে রক্তক্ষয়ী আগ্রাসনের বিরুদ্ধে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন
ছবি : সংবাদদাতা প্রেরিত।

ফিলিস্তিনের রাফাহ ও গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা এবং নির্বিচারে গণহত্যার প্রতিবাদে সোমবার  (৭ই এপ্রিল) পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছেন। 


সকাল ১১টা থেকে শুরু হওয়া এই মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এই হত্যাকাণ্ড বন্ধের দাবি জানান।


মানববন্ধনে অংশগ্রহণকারীরা "বন্ধ করো এই রক্তগঙ্গা", "ফিলিস্তিনের মুক্তি চাই", "গণহত্যা নিপাত যাক", "We see human but no humanity" ইত্যাদি ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত হন।


বক্তারা বলেন, "ইসরায়েলি বাহিনীর এই হামলা মানবতার চরম লঙ্ঘন এবং বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। তাঁরা আরও বলেন, নিরীহ নারী, পুরুষ ও শিশুদের ওপর এই নৃশংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার এই কঠিন সময়ে ফিলিস্তিনের জনগণের পাশে আছে এবং তাদের ন্যায্য অধিকারের পক্ষে সর্বদা সোচ্চার থাকবে।" এই মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও অংশ নেন এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।


বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন বলেন, "ফিলিস্তিনের গাজা উপত্যকায় সবকিছুই ধ্বংস করে দিছে। সেখানে বোমার আঘাতে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বাতাসে উড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। অতি শীঘ্র যেন এই হত্যাকাণ্ড বন্ধ করা হয়, জাতিসংঘ, ওআইসিসহ বিশ্ব সম্প্রদায় মিলে এ যুদ্ধ বন্ধ করার পদক্ষেপ গ্রহণ এবং সেখানে ত্রাণের ব্যবস্থা করা হয় আহ্বান জানাচ্ছি।"


উপাচার্য অধ্যাপক ড. শহীদুল ইসলাম বলেন, "ফিলিস্তিনের বর্বরচিত হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গত ১৮ মাসে প্রায় পঞ্চান্ন হাজার মানুষসহ প্রায় ৮৮৩ শিশুকে ইসরাইলি বাহিনী হত্যা করেছে। কিন্তু এই হত্যাকাণ্ডে বিশ্ববাসি নিরব। "


তিনি আরও বলেন, "আমরা জাতিসংঘ থেকে শুরু করে বিশ্ব বিবেককে এই অমানবিক হত্যাকান্ড বন্ধের জন্য অগ্রসর হওয়ার আহ্বান জানাই এবং অবিলম্বে এর সমাপ্তি চাই।"


মানববন্ধন কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং অংশগ্রহণকারীরা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ সৃষ্টি ও ফিলিস্তিনের জনগণের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ১০.৩১ অপরাহ্ন
আপডেট : সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ১০.৩১ অপরাহ্ন