ঢাকা
খ্রিস্টাব্দ

রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করবে অর্ন্তর্বতী সরকার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1737639 জন

  • নিউজটি দেখেছেনঃ 1737639 জন
রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করবে অর্ন্তর্বতী সরকার
ছবি : সংগৃহীত

অর্ন্তর্বতী সরকারের উপদেষ্টা পরিষদ আগামী শনিবার থেকে দেশের আইন ও শৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্র সংস্কারের জন্য গঠিত ছয়টি কমিশনের কার্যক্রম নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে।


প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে বলেন, ‘উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোকে কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে জানাবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবে।’ তিনি আশা প্রকাশ করেন, দুই-তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হবে যাতে তারা কার্যক্রম শুরু করতে পারে।


প্রেস সচিব আরও জানান, কমিশনের প্রধানরা ইতোমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছেন এবং কমিশনের কার্যপরিধি (টিওআর) চূড়ান্ত হয়েছে। তিনি উল্লেখ করেন, সংলাপ একটি চলমান প্রক্রিয়া, যেখানে প্রধান রাজনৈতিক দলগুলোকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।


কমিশনগুলো ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের রিপোর্ট জমা দেবে এবং পরবর্তী সময়ে উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে পুনরায় আলোচনা করবে। আলম বলেন, অর্ন্তর্বতী সরকার সমালোচনাকে স্বাগত জানায় এবং তারা দেশের জনগণের প্রতিনিধিত্ব করছে।


পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সেখানে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতি নেই এবং পরিস্থিতি অনেক ভালো।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন