ঢাকা
খ্রিস্টাব্দ

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1756408 জন

  • নিউজটি দেখেছেনঃ 1756408 জন
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
ছবি : সংগৃহীত

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ফের ৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) ফ্রান্সের পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।



চ্যানেলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি বিপদে পড়ার পরই উদ্ধার কর্মীদের সতর্ক করা হয়। রাবারের নৌকাটিতে প্রায় ৬০ জন ছিলেন। এতে ইরিত্রিয়া, সুদান, সিরিয়া ও ইরানসহ বেশি কয়েকটি দেশের নাগরিকরা ছিলেন। জরুরি সার্ভিসের সদস্যরা ৫৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। পরে তাদের মধ্য থেকে ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়।



মাত্র দুই সপ্তাহ আগে চ্যানেলটি পাড়ি দিতে গিয়ে ১২ জনের মতো প্রাণ হারাণ। তাদের মধ্যে ছিলো ৬ শিশু ও একজন গর্ভবতী নারী। যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র সর্বশেষ ঘটনাটি নিশ্চিত করেছেন ও বলেছেন, ফরাসি কর্তৃপক্ষ ঘটনাটি দেখছে ও তদন্তের নেতৃত্ব দিচ্ছে।



দেশটির পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি বলেছেন, চ্যানেলে আরও প্রাণহানির খবর আতঙ্কের।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন