ঢাকা
খ্রিস্টাব্দ

কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ৬ কিশোর আটক

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1753941 জন

  • নিউজটি দেখেছেনঃ 1753941 জন
কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ৬ কিশোর আটক
ছবি : সংগৃহীত

চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠ এলাকা থেকে কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ছয় কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে তাদেরকে আটক করা হয়। 


চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহার মিয়া জানান, থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের অর্ধশত সদস্য শহরে কোর্ট স্টেশন, শপথ চত্বর, সিএনজি স্ট্যান্ড, চিত্রলেখা ও মাতৃপীঠ মোড় এবং হাসান আলী স্কুল মাঠ এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এ সময় ছয় কিশোর পুলিশের নজরে পড়ে।



তাদের অবস্থানের কারণ জিজ্ঞাস করা হলে, কেউ সদুত্তর দিতে পারেনি। এমন পরিস্থিতিতে কিশোর গ্যাং সন্দেহে আটক করা হয়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় জানান, গত কিছুদিন ধরে শহরের বিভিন্ন পয়েন্টে কিশোর গ্যাং উৎপাত করছে। জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের কাছে এমন অভিযোগ আসে।


সেই আলোকেই কিশোর গ্যাংয়ের সদস্য ধরতে থানা ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে এই যৌথ অভিযান চালানো হয়।

আগামী দিনেও এমন অভিযান চালানো হবে বলে জানান জেলা পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। জেলা শহরের বাইরেও একই ধরনের অভিযান চালানোর কথা জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ