ঢাকা
খ্রিস্টাব্দ

মীরসরাইয়ে বন্যা ক্ষতিগ্রস্তদের সহায়তা: ঢেউটিন, সেলাই মেশিন ও বস্ত্র বিতরণ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা ॥

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1716366 জন

  • নিউজটি দেখেছেনঃ 1716366 জন
মীরসরাইয়ে বন্যা ক্ষতিগ্রস্তদের সহায়তা: ঢেউটিন, সেলাই মেশিন ও বস্ত্র বিতরণ
বন্যায় ক্ষতিগ্রস্থ নারীকে সেলাই মেশিন প্রদান করছেন ‘সনাতন ফাউন্ডেশন বাংলাদেশ’ নেতৃবৃন্দ।


চট্টগ্রামের মীরসরাইয়ে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ঢেউটিন, সেলাই মেশিন এবং বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সকালে দেওয়ানপুর শ্রী শ্রী গৌর নিতাই নামহট্ট মন্দিরে সনাতন ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী সদস্য বিশ্বজিত সরকার। সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রকৌশলী উত্তম দে মুন্না এবং সাংবাদিক রাজিব মজুমদার। বক্তব্য রাখেন এডভোকেট উজ্জ্বল বিশ্বাস, প্রকৌশলী সৌমেন দে, শিল্পী চৌধুরী, রুপা সেন গুপ্ত এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। 


এসময় উপস্থিত ছিলেন, সদস্য সচিব বাবুজিৎ দাশ, প্রবর্তক হরেকৃষ্ণ নামহট্ট মন্দিরের সহকারী পরিচালক সোমনাথ দাস ব্রহ্মচারী, চট্টগ্রাম পূজা উদ্যাপন পরিষদের সদস্য সুভাষ সরকার, বর্তমান আহবায়ক অর্নিবান চৌধুরী রাজীব, জোরারগঞ্জ ইউনিয়ন পূজা কমিটির সভাপতি বাবুল সেন, দেওয়ানপুর গৌর নিতাই নামহট্ট মন্দির কমিটির সাধারণ সম্পাদক চারু মুকুন্দ দাস, সনাতন ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সদস্য সচিব রুবেল দে, সদস্য শান্তা শর্মা, অরুপ বিশ্বাস লিংকন, উজ্জ্বল সরকার প্রমুখ।



এদিন বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের জন্য ঢেউটিন এবং দুটি সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি, দেওয়ানপুর গৌর নিতাই নামহট্ট মন্দির কমিটির পক্ষ থেকে দুই শতাধিক নারী ও পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গী প্রদান করা হয়। 


এ উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে সনাতন ফাউন্ডেশন বাংলাদেশ এবং সংশ্লিষ্ট স্থানীয় কমিটি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা ॥

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ