ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই বসত ঘর

তিলে তিলে গড়া সবকিছু নিমিষেই শেষ

আগুনে ক্ষতিগ্রস্ত আবুল কাশেম
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম)
সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ৩.৩৫ অপরাহ্ন

আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ৩.৩৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1007296 জন

  • নিউজটি দেখেছেনঃ 1007296 জন
তিলে তিলে গড়া সবকিছু নিমিষেই শেষ
ছবি- সংবাদদাতা প্রেরিত।

দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হলো মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামের আবুল কাশেম এর বসতঘর। গতরাত ৩ টা নাগাদ আগুনের লেলিহান শিখা দেখতে পায় স্থানীয়রা। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ততক্ষণে আবুল কাশেম এর পুরো বসতঘর ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৩ টায় হটাৎ আগুনের লেলিহান শিখা জ্বলে উঠে। পুরো ঘরের চারপাশে আগুন জ্বলে। ভিতর থেকে কাশেম এর চিৎকার শুনা গেছে। প্রায় ৩০ মিনিট চেষ্টা করে এলাকাবাসী সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

আগুনে ক্ষতিগ্রস্ত আবুল কাশেম জানান, আমি এবং আমার ছোট মেয়ের পরিবার এই ঘরে থাকি। আমাদের তিলে তিলে গড়া সবকিছু নিমিষেই শেষ করে দিল তারা। আমাকে ঘরের বাহির দিয়ে তালা লাগিয়ে দিয়েছে যাতে আগুনে পুড়ে মারা যাই। আমি টিন ভেঙ্গে কোনরকম প্রাণে বেঁচে বের হই। আমার ছেলে বাদশার সাথে লেনদেন নিয়ে বেশ কয়েকদিন ধরে এলাকার শুক্কুর, নাছির, বাদশা সহ আরো কয়েকজনের সাথে ঝামেলা চলছিল। গত ৩দিন আগেও আমাকে হুমকি ধামকি দিয়ে যায় তারা। তখন আমার মেয়ে নিরাপত্তাহীনতায় থাকায় বাড়ি থেকে চলে যায়। আমরা তখন থানায় অভিযোগও দিয়েছি। আজ আমার ঘরে তারা আগুন লাগিয়ে দেয়। আমি আগুন দিয়ে পালানোর সময় শুক্কুরকে ধরে ফেলি। পরে ধস্তাধস্তির পর সে পালিয়ে যায়।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, আগুন লাগানোর বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম)
সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ৩.৩৫ অপরাহ্ন
আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ৩.৩৬ অপরাহ্ন