ঢাকা
খ্রিস্টাব্দ

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের জোন কমিটি গঠন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০.৫৯ অপরাহ্ন

আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০.৫৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1216482 জন

  • নিউজটি দেখেছেনঃ 1216482 জন
বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের জোন কমিটি গঠন
ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন, ঢাকা মহানগর দক্ষিণে ২৪টি থানা এবং ৮০টি সাংগঠনিক ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণে ৮টি সাংগঠনিক জোন (সাংগঠনিক টিম) গঠন করা হয়েছে। রবিবার ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিন সাংগঠনিক টিমগুলো ঘোষণা করেন।


সাংগঠনিক টিমের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন : পল্টন, মতিঝিল এবং শাহজাহানপুর জোন : টিম প্রধান ফরহাদ হোসেন, সদস্য ফজলে রুবায়েত পাপ্প, অ্যাড. মহিউদ্দিন চৌধুরী, অ্যাড. হোসাইন আব্দুর রহমান ও মো. উজির হোসেন উজ্জল (মো. উজ্জল মিয়া)।


খিলগাঁও-সবুজবাগ-মুগদা জোন : টিম প্রধান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক এসকে. সেকান্দার কাদির, সদস্য অ্যাড. ফারুকুল ইসলাম, শেখ মোহাম্মদ আলী চায়না, হামিদুল হক, ইসমাইল তালুকদার খোকন এবং মোয়াজ্জেম হোসেন খান।


শাহবাগ-রমনা-বংশাল জোন : টিম প্রধান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক    অ্যাড. মকবুল হোসেন সরদার, সদস্য মো. শরিফ হোসেন, আরিফুর রহমান নাদিম, লতিফ উল্যাহ জাফর, নাছরিন রশীদ পুতুল, লোকমান হোসেন ফকির, খাজা হাবিব উল্লাহ হাবিব এবং মোজাম্মেল হক মজু।


নিউ মার্কেট-হাজারীবাগ-ধানমণ্ডি-কলাবাগান জোন : টিম প্রধান আব্দুস সাত্তার, সদস্য কে. এম. জোবায়ের এজাজ, সাইফুল্লাহ খালিদ (রাজন), আরিফা সুলতানা রুমা, কাবিরুল হায়দার চৌধুরী এবং    আলম মৃধা।


চকবাজার-লালবাগ-কামরাঙ্গীচর জোন : টিম প্রধান আ. ন. ম. সাইফুল ইসলাম, সদস্য আনোয়ার পারভেজ বাদল, সাইদ হাসান মিন্ট, নাদিয়া পাঠান পাপন, শফিউদ্দিন আহমেদ সেন্টু এবং শামসুন নাহার ভুঁইয়া।

সূত্রাপুর-গেণ্ডারিয়া-ওয়ারী জোন : টিম প্রধান হারুনুর রশিদ হারুন, সদস্য ফরিদ উদ্দিন, ওমর নবী বাবু, মামুন আহমেদ, নাসিমুল গণি খান এবং মো. আক্তার হোসেন। যাত্রাবাড়ী-ডেমরা-কোতোয়ালি জোন : টিম প্রধান হাজী মনির হোসেন চেয়ারম্যান, সদস্য আকবর হোসেন নান্টু, হাজী মোহাম্মদ নাজিম, আলমগীর হোসেন, রাইসেল হাসান হবি, আনোয়ার হোসেন সরদার, মোফাজ্জল হোসেন এবং আবুল হাশেম। শ্যামপুর-কদমতলী জোন : টিম প্রধান লিটন মাহমুদ, সদস্য জুম্মন মিয়া, আনোয়ার কবির, জাফর আহমেদ, তোফায়েল আহমেদ, হাজী মোজাম্মেল হোসেন সিকদার, হাজী জাকির হোসেন এবং নূরুল কাদির নাছিম।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০.৫৯ অপরাহ্ন
আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০.৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ