ঢাকা
খ্রিস্টাব্দ

রোহিঙ্গা সংকট: একটি তাজা টাইম বোমা, আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করলেন ড. ইউনূস

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1719385 জন

  • নিউজটি দেখেছেনঃ 1719385 জন
রোহিঙ্গা সংকট: একটি তাজা টাইম বোমা, আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করলেন ড. ইউনূস
শুক্রবার ঢাকায় যৌথ সংবাদ সম্মেলনে ড. মুহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। ছবি : লাল সবুজ বাংলাদেশ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকটকে একটি তাজা টাইম বোমা বলে অভিহিত করেছেন, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। আজ রাজধানীর একটি হোটেলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই সতর্কতা দেন।


ড. ইউনূস বলেন, “এটি বিশ্বব্যাপী উদ্বেগের বিষয়। আমাদের দ্রুত আন্তর্জাতিক সমাধান খুঁজতে হবে, কারণ এই সমস্যার সমাধান বাংলাদেশের একার হাতে নেই।” তিনি উল্লেখ করেন, গত ৭ বছরে রোহিঙ্গা ক্যাম্পে বছরে গড়ে ৩২ হাজার শিশু জন্ম নিচ্ছে এবং প্রতিদিন ৪০০ থেকে ৫০০ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে।


মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে অবহিত করে তিনি বলেন, এই সংকট কেবল বাংলাদেশের নয়, মালয়েশিয়ার জন্যও একটি চ্যালেঞ্জ। আসিয়ান এবং আন্তর্জাতিক ফোরামের মাধ্যমে বাংলাদেশকে সহায়তা করার জন্য মালয়েশিয়া প্রতিশ্রুতিবদ্ধ।


বাংলাদেশ বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছে। ড. ইউনূস এই সংকটের গুরুত্ব তুলে ধরে বলেন, দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন, অন্যথায় একটি ক্ষুব্ধ তরুণ প্রজন্মের সৃষ্টি হতে পারে, যা ভবিষ্যতে বিপদ ডেকে আনতে পারে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন