ঢাকা
খ্রিস্টাব্দ

ঈদ উপলক্ষ্যে ২৯১০ বন্দীকে মুক্তির নির্দেশ আমিরাতে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আর্ন্তজাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫, ৩.১৩ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫, ৩.১৩ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 571316 জন

  • নিউজটি দেখেছেনঃ 571316 জন
ঈদ উপলক্ষ্যে ২৯১০ বন্দীকে মুক্তির নির্দেশ আমিরাতে

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বিভিন্ন অপরাধে জেল হাজতে থাকা বন্দীদের প্রতি দয়া ও সহমর্মিতা প্রদর্শন করে দেশের সকল প্রদেশের শাসকগণ ২৯১০ বন্দীকে সাধারণ ক্ষমা ও মুক্তি প্রদান করেন। আবুধাবীর শাসক ও রাষ্ট্রপতি জেল হাজতে থাকা অপরাধীদের মধ্যে ৯৬৩ জনকে, দুবাইয়ের শাসক ও আমিরাতের প্রধানমন্ত্রী ৯৮৫ জনকে, শারজাহের শাসক ৪৩৯ জনকে, ফুজাইরার শাসক ১১২ জনকে এবং রাস আল খাইমার শাসক ৪১১ জন বন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (৩ জুন) একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে আমিরাতের মিডিয়া অফিস এসব তথ্য জানিয়েছে। জেলে থাকা অপরাধীদের মধ্যে যারা যোগ্য বলে প্রমাণিত হয়েছে এবং ভালো আচরণ প্রদর্শন করেছে, তাদের মুক্তি দেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে, মুক্তিপ্রাপ্ত বন্দীদের জন্য নতুন জীবন শুরু করার সুযোগ তৈরি হবে, পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় হবে এবং সমাজে ক্ষমা ও সহমর্মিতার সংস্কৃতি জোরদার হবে। রাষ্ট্রপতি এবং আবুধাবির শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ৯৬৩ জন বন্দীকে কারাগার ও সংশোধনাগার থেকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই মানবিক সিদ্ধান্তের আওতায় বন্দীদের মুক্তির পথে যেসব আর্থিক বাধ্যবাধকতা ছিল, তা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। দুবাইয়ের শাসক আমিরাতের উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম দুবাইয়ের সংশোধনাগার এবং শাস্তিমূলক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন জাতীয়তার ৯৮৫ জন বন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।


দুবাইয়ের চ্যান্সেলর এসাম ইসা আল হুমাইদান জানিয়েছেন, দুবাই পাবলিক প্রসিকিউশন, দুবাই পুলিশের সহযোগিতায়, শেখ মোহাম্মদের আদেশ বাস্তবায়নের জন্য আইনি প্রক্রিয়া শুরু করেছে। শারজাহের শাসক ড. শেখ সুলতান বিন মুহাম্মদ আল কাসিমি, ঈদুল আযহা উপলক্ষ্যে শাস্তিমূলক ও সংশোধনমূলক প্রতিষ্ঠান থেকে ৪৩৯ জন বন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। শারজাহ পুলিশের কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল আবদুল্লাহ মুবারক বিন আমের, শাসকের উদার আচরণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যা পারিবারিক সংহতি বজায় রাখার এবং পরিবারগুলোতে আনন্দ আনার প্রতি তার আগ্রহকে প্রতিফলিত করে।


ফুজাইরার শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ আল শারকি, ঈদুল আযহা উপলক্ষ্যে ফুজাইরার শাস্তিমূলক এবং সংশোধনমূলক প্রতিষ্ঠান থেকে ১১২ জন বন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। ফুজাইরাহ পুলিশের কমান্ডার-ইন-চিফ মেজর-জেনারেল মোহাম্মদ আহমেদ বিন গানিম আল কাবি এই পদক্ষেপের জন্য শেখ হামাদকে ধন্যবাদ জানিয়েছেন, আশা করছেন যে এটি মুক্তিপ্রাপ্ত বন্দীদের নতুন জীবন শুরু করতে, তাদের সম্প্রদায়ে অবদান রাখতে এবং ভালো আচরণ প্রদর্শন করতে সক্ষম। সুপ্রিম কাউন্সিলের সদস্য এবং রাস আল খাইমার শাসক শেখ সৌদ বিন সাকর আল কাসিমি ঈদুল আযহার আগে আমিরাতের ৪১১ জন বন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। যেসব বন্দী যোগ্য বলে প্রমাণিত হয়েছে এবং ভালো আচরণ প্রদর্শন করেছে, তাদের আমিরাতের দণ্ড ও সংশোধনাগার থেকে মুক্তি দেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আর্ন্তজাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫, ৩.১৩ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫, ৩.১৩ পূর্বাহ্ন