ঢাকা
খ্রিস্টাব্দ

শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1855901 জন

  • নিউজটি দেখেছেনঃ 1855901 জন
শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ
ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ ১১ জুন। ২০০৭ সালে সেনা সমর্থিত এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় তাঁকে কারাবন্দি করা হয়। পরে ২০০৮ সালের ১১ জুন জামিনে মুক্তি পান তিনি।


যুদ্ধাপরাধী দল জামায়াতকে সঙ্গে নিয়ে ২০০১ সালে চারদলীয় জোট সরকার গঠন করে বিএনপি।


জোট সরকার তাদের পছন্দের ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে আইন পরিবর্তন করে উচ্চ আদালতের বিচারকদের অবসরে যাওয়ার বয়সসীমা বাড়ায়। এর বিরুদ্ধে আন্দোলন করতে থাকে আওয়ামী লীগ। এক পর্যায়ে ২০০৭ সালের ১১ জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়।

তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করা হয়।



২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করে জাতীয় সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে বন্দি রাখা হয়। সেখানে প্রায় ১১ মাস আটক থাকার সময় শেখ হাসিনা মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। তাঁর মুক্তির জন্য আওয়ামী লীগ নেতাকর্মীরা আন্দোলন শুরু করেন। আন্তর্জাতিক মহল থেকেও শেখ হাসিনার মুক্তির প্রতি সমর্থন জানানো হয়।


নানাবিধ চাপে ২০০৮ সালের ১১ জুন অস্থায়ী জামিন পেয়ে কারামুক্ত হন শেখ হাসিনা।

মুক্তি পেয়েই শেখ হাসিনা চিকিত্সার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর অস্থায়ী জামিনের মেয়াদ কয়েকবার বাড়ানো হয়। পরে ২০০৮ সালের ৬ নভেম্বর দেশে ফেরেন তিনি। সে বছরের ২৯ ডিসেম্বর জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেখ হাসিনা।


এরপর আরো তিন দফায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি। শেখ হাসিনা পাঁচবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আর কেউ এতবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেননি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন