ঢাকা
খ্রিস্টাব্দ

পিরোজপুরে অস্ত্র মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

পিরোজপুরের নাজিরপুরে অস্ত্র মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার করেছে পুলিশ।
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | সংবাদদাতা
পিরোজপুর প্রতিনিধি
শুক্রবার, ০২ মে ২০২৫, ৫.২০ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ০২ মে ২০২৫, ৫.২০ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 778400 জন

  • নিউজটি দেখেছেনঃ 778400 জন
পিরোজপুরে অস্ত্র মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

পিরোজপুরের নাজিরপুরে অস্ত্র মামলার ওয়ারেন্ট ভুক্ত  (পলাতক) আসামি জাহিদুল ইসলাম শেখ ( ৪৫) কে পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নাজিরপুর থানার পুলিশের সহযোগিতায় গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১ মে) গভীর রাতে উপজেলার রঘুনাথপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম নাজিরপুরের সেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আব্দুল হাকিম শেখের ছেলে।

জাহিদুল ইসলাম নাজিরপুর উপজেলার ৭ নং শেখ মাটিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন। জাহিদুল ইসলামের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নাজিরপুর থানার ওসি মো. মাহামুদ আল ফরিদ ভূঁইয়া। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে , আসামি মো. জাহিদুল ইসলাম শেখের বিরুদ্ধে  শরিয়তপুর জেলার গোসাঁইরহাট থানার মামলা নং-০৩, তারিখ-০৭/১২/২০১৩ খ্রিঃ ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইন সংশোধনী ২০০২ এর (১৯), জিআর নং-১৬৯/১৩ এবং স্পেশাল ট্রাইবুনাল (শরীয়তপুর) মামলা নং- ১৪/২০১৪ সংক্রান্ত গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

নাজিরপুর থানার ওসি মো. মাহামুদ আল ফরিদ ভূঁইয়া জানান, অস্ত্র আইনের মামলায় পলাতক আসামি জাহিদুল ইসলামকে পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার সহযোগিতায় বৃহস্পতিবার গভীর রাতে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এএসএস

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | সংবাদদাতা
পিরোজপুর প্রতিনিধি
শুক্রবার, ০২ মে ২০২৫, ৫.২০ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ০২ মে ২০২৫, ৫.২০ অপরাহ্ন