ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর)
মঙ্গলবার, ১০ জুন ২০২৫, ২.২৭ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১০ জুন ২০২৫, ২.২৭ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 552986 জন

  • নিউজটি দেখেছেনঃ 552986 জন
শিবচরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- ছবি সংবাদদাতা প্রেরিত।


মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (৯ জুন-২০২৫) সকাল ৭টার দিকে উপজেলার সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয় এর মাঠে  বর্ণাঢ্য এ আয়োজন করা হয়।


শিবচর পৌর জামায়াতে ইসলামীর আমির ডাঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে এবং সাবেক পৌর সেক্রেটারি জেনারেল মাওলানা  জহির রায়হান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যপক মোঃ মোখলেছুর রহমান। 


এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির এবং মাদারীপুর-১ (শিবচর) আসনের  বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা সারোয়ার হোসাইন মৃধা,শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান শিকদার,শিবচর পৌর জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রফেসর আবদুল আজিজ খান,উপজেলা জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি মাওলানা নুরুল ইসলাম, পৌর সেক্রেটারি জেনারেল প্রফেসর ইমদাদুল হক মিলন,শিবচর পৌর বায়তুলমাল সম্পাদক ও বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী মাওলানা গিয়াসউদ্দীন আহমেদ,শ্রমিক কল্যান ফেডারেশন উপজেলা শাখার সভাপতি মাঈনুল ইসলাম সিদ্দিকী,শিবচর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবুল বাশার আকন,লিয়াকত হোসেন,রানিং সভাপতি মুজাহিদুল ইসলাম,সেক্রেটারি জেনারেল শাহ সুলতান,যুব বিভাগের সভাপতি মাওলানা মাহবুবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, সংস্কার ছাড়া কোন নির্বাচন জাতির জন্য কল্যাণকর নয়।জামায়েত ইসলামী স্থানীয় পর্যায়ের সকল নির্বাচনে অংশগ্রহণ করবে। এজন্য এলাকাভিত্তিক ইউনিট গঠন করা হচ্ছে।আমাদের নেতা কর্মীরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। চাঁদাবাজ মুক্ত একটি কল্যাণরাষ্ট্র জামায়াতে ইসলামী উপহার দিতে পারবে। তাই জামায়াত মনোনীত প্রার্থীকে আপনারা আগামী নির্বাচনে জয়যুক্ত করবেন। তাহলে বাংলাদেশ  জামায়াতে ইসলামি একটি নতুন বাংলাদেশ উপহার  দিতে পারবে,ইনশাআল্লাহ। 


বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা সারোয়ার হোসাইন মৃধা বলেন,বাংলাদেশ হাজী শরিয়ত উল্লাহ্'র জমিন,শহীদ তিতুমীরের পূন্যভূমি। বাতিল শক্তির মোকাবেলা করে রাজপথে লড়াই চালিয়ে যাবো,ইনশাআল্লাহ।এখানে,কোন অপশক্তি যাতে মাথা উঁচু করে  দাঁড়াতে না পারে সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। বাংলাদেশ থেকে চাঁদাবাজি,সন্ত্রাস,মাদক,দূর্নীতি, ধর্ষণ,ছিনতাই চিরতরে নির্মূল করতে হবে। 


পরিশেষে সভাপতির বক্তব্য এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর)
মঙ্গলবার, ১০ জুন ২০২৫, ২.২৭ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১০ জুন ২০২৫, ২.২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ