“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার”, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সীতাকুণ্ডে জাতীয় সমাজসেবা দিবস- ২০২৫ ইং বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২রা জানুয়ারি) সকাল ১১ টারদিকে উপজেলা প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য পদযাত্রা বের হয়ে সীতাকুণ্ড সদর বাজার পদক্ষিন করার মাধ্যমে দিবস উদযাপনের সূচনা করা হয়।
এতে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত দিবসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কেএম রফিকুল ইসলাম।উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেছা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের, সমবায় কর্মকর্তা মঞ্জুমান আরা, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী,ব্যান বেইস প্রোগ্রামার সুলতানা রাজিযা, বক্তব্য রাখেন, কাকলি ক্লাবের এম ও এইচ কাইয়ুম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সীতাকুণ্ড উপজেলার সমন্বয়ক আব্দুল্লাহ আল ইমরান।
উক্ত অনুষ্ঠানে ৮টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা করে অনুদানের চেক, ৬ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা ও এতিমখানার ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ সামগ্রী ও বস্ত্র প্রদান করা হয়।
বক্তারা বলেন , আত্মমানবতার সেবায় জাতীয় সমাজসেবা অধিদপ্তর ৫৪ ক্যাটাগরিতে দেশের ১ কোটি ২৬ লক্ষ মানুষ উপকার ভোগী। এই অধিদপ্তর হতদরিদ্র নিপীড়িত মানুষের পক্ষে কাজ করছে। গরীব কেউ কঠিন রোগে আক্রান্ত,যে কোন প্রতিবন্ধী,কর্মহীন বৃৃদ্ধ,সহ সমাজের অনেক অবহেলিত মানুষের উপকারে কাজ করে আসছে।