লালমনিরহাট জেলার সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করা হয়। শনিবার ( ২ নভেম্বর) বিকেলে আনন্দ বাজারস্থ খুনিয়াগাছ বিএনপি অফিসের উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি ও কর্মীসভার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম মমিনুল হক, যুগ্ম সম্পাদক, জেলা বিএনপি লালমনিরহাট ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান লালমনিরহাট সদর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুনিয়াগাছ ইউনিয়ন বিএনপি সভাপতি ও ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার , সাধারণ সম্পাদক আওরঙ্গজেব লিটন, লালমনিরহাট সদর যুবদল আহবায়ক মোহাম্মদ ফখরুল ইসলাম লাভলু, যুবদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ ফররুক আহমেদ তপন, খুনিয়াগাছ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ সাজু, প্রমূখ।