চট্রগ্রাম : চট্রগ্রামের ইসলামিয়া কলেজের ১৪৮ শিক্ষার্থীকে আগামী রবিবার অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিশেষ ব্যবস্থায় এসব পরীক্ষার্থীর প্রবেশপত্র সরবরাহ করতে বলা হয়েছে। চট্রগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের এই আদেশ বাস্তবায়ন করতে বলেছেন আদালত।
১৪৮ শিক্ষার্থীর করা রিটে প্রাথমিক শুনানির পর বৃহস্পতিবার রুলসহ এ আদেশ বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ।
বিশেষ বার্তাবাহকের মাধ্যমে আদালতের এই নির্দেশনা পাঠাতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী নিখিল কুমার বিশ্বাস, কামরুল বিন আজাদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারি অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।
আইনজীবী কামরুল বিন আজাদ বলেন, ফরম ফিলাপের সময় এই ১৪৮ পরীক্ষার্থী সম্পূর্ণ টাকা দিতে পারেনি।
কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে বাকি টাকা পরবর্তীতে পরিশোধ করে তারা। কিন্তু কলেজ কর্তৃপক্ষ বোর্ডের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ রক্ষা করেনি।
তিনি আরো বললেন, গত ১২ জুন কলেজ কর্তৃপক্ষ ১৪৮ শিক্ষার্থীর পক্ষে বোর্ডে আবেদন করে। পরীক্ষার্থীরাও আলাদাভাবে আবেদন করে।
কিন্তু গত ২৩ জুন বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয় ফরম ফিলাপের আর সুযোগ নেই। আর কোনো উপায় না পেয়ে তরা হাইকোর্টে রিট কেরেন।