ঢাকা
খ্রিস্টাব্দ

দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপি'র সেলিমা রহমান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

👮নিজস্ব প্রতিবেদক ।
নিউজটি দেখেছেনঃ 1707221 জন
  • নিউজটি দেখেছেনঃ 1707221 জন
দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপি'র সেলিমা রহমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

ঢাকা, ১১ অক্টোবর: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় সরকারের প্রতি তীব্র সমালোচনা করেন এবং দ্রুত নির্বাচনের দাবি জানান। সেলিমা রহমান বলেন, “গত আন্দোলনে আমাদের মা-বোন ও সন্তানরা শহীদ হয়েছেন। আমরা স্বাধীনতা পেলেও আমাদের লক্ষ্য অর্জন হয়নি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন এখনো পূরণ হয়নি।"


তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়াকে দীর্ঘ সময় কারাগারে রেখে অসুস্থ করে দেওয়া হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপিকে জনগণের দল হিসেবে গড়ে তুলেছেন। আমাদের শহীদদের সার্থকতা হবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠার মধ্যে।”


আন্দোলনের গুরুত্ব তুলে ধরে তিনি উল্লেখ করেন, “বিগত আন্দোলনে ছাত্র-জনতা ও সবার অবদান ছিল। সরকার সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, কিন্তু জনগণ সেই বাধা উপেক্ষা করে সমাবেশ সফল করেছে।” তিনি বলেন, “বাংলাদেশের মূল লক্ষ্য হচ্ছে গণতন্ত্র, সুশাসন ও ভোটাধিকার। আমাদের অনেক কাজ এখনও বাকি। শহীদদের সংখ্যা ও আহতদের সঠিক হিসাব নেই।”


আলোচনা সভায় অন্যদের বক্তব্য

সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তারা সেলিমা রহমানের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

👮নিজস্ব প্রতিবেদক ।

আপডেট :