ঢাকা
খ্রিস্টাব্দ

পাবনায় কবরস্থান থেকে পাঁচ কঙ্কাল চুরি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1868942 জন

  • নিউজটি দেখেছেনঃ 1868942 জন
পাবনায় কবরস্থান থেকে পাঁচ কঙ্কাল চুরি
ছবি : সংগৃহীত

পাবনার সুজানগরে চিনাখরা কবরস্থান থেকে রাতের অন্ধকারে পাঁচটি মরদেহের কঙ্কাল চুরি হয়েছে। শুক্রবার দিবাগত রাতে চিনাখরা কেন্দ্রীয় গোরস্থানে এ চুরির ঘটনা ঘটে বলে ধারনা এলাকাবাসীর।


শনিবার দুপুরে বিষয়টি কবরস্থানের পরিচ্ছন্নতা কর্মীরা কবরস্থান পরিষ্কার করার সময় টের পান । পরে সাথে সাথে বিষয়টি কবরস্থান কমিটিকে অবগত করেন তারা। বিষয়টি জানাজানির পর থেকেই কবরস্থানে নিহতদের স্বজনরা ভিড় করতে থাকেন।


চুরি হওয়া এক লাশের স্বজন এরশাদ বলেন, কবরস্থান থেকে তার মায়ের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। মহাসড়কের পাশে এই কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ভাবতেই অবাক লাগছে। দ্রুত এই ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশ ও প্রশাসনের কাছে দাবি জানান তিনিসহ মৃতের স্বজনরা ও এলাকাবাসী।


সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান,‌ রাতের কোনো এক সময় কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। কঙ্কাল চুরির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ