ঢাকা
খ্রিস্টাব্দ

২০২৫ সালের মধ্যে নির্বাচন সম্ভাবনা: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1702200 জন
  • নিউজটি দেখেছেনঃ 1702200 জন
২০২৫ সালের মধ্যে নির্বাচন সম্ভাবনা: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল
ছবি : সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ২০২৫ সালের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব হতে পারে।


বৃহস্পতিবার রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে তিনি উল্লেখ করেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের প্রক্রিয়া চলছে। তিনি সাংবাদিকদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হওয়ার সম্ভাবনা নাকচ করে বলেন, অপরাধ প্রমাণিত না হলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হবে না।


ড. নজরুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বন্দি বিনিময় চুক্তির প্রসঙ্গে বলেন, ভারত এই চুক্তি মানলে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া উচিত।


ঢালাও মামলার বিষয়ে তিনি বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে গায়েবি মামলা হতো, আর এখন যারা নির্যাতিত হয়েছেন, তারা এই মামলাগুলি দায়ের করছেন। অন্তর্বর্তী সরকার নিরপরাধ মানুষকে শাস্তির হাত থেকে রক্ষার জন্য কাজ করছে।


ছাত্রলীগ নিষিদ্ধ করার বিষয়ে তিনি জানান, জনগণের দাবির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে।


নির্বাচন কমিশন গঠনের জন্য শিগগিরই সার্চ কমিটি তৈরি করা হবে বলে তিনি উল্লেখ করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য ক্ষমা প্রার্থনা করে তিনি বলেন, পরিস্থিতি শিগগিরই উন্নতি হবে।


অবশেষে, সাকিব আল হাসানের পোস্ট সম্পর্কে তিনি মন্তব্য করেন যে, সামাজিক পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। প্রবাসীদের জন্য আলাদা লাউঞ্জ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, যা দুই থেকে তিন সপ্তাহের মধ্যে কার্যকর হবে।





নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :
সর্বশেষ সংবাদ