ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরে ভ্যান চালককে হত্যা করে পালানোর সময় ঘাতককে ধরে গণধোলাই

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর)
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১.৩২ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১.৩২ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 894341 জন

  • নিউজটি দেখেছেনঃ 894341 জন
শিবচরে ভ্যান চালককে  হত্যা করে পালানোর সময় ঘাতককে ধরে গণধোলাই
- ছবি সংবাদদাতা প্রেরিত।

মাদারীপুর শিবচর কাঠালবাড়ী ইউনিয়নের তালতলা বাজারের পূর্ব পাশে ভ্যান চালক সাঈদ মোল্লা (৭০) কে কুপিয়ে হত্যা করে, ঘাতক  সৈকত ঢালী (৩৫) হত্যা করে পালানোর সময় বুধবার (০২ এপ্রিল) রাত ১০টার দিকে জনতা তাকে  আটক করে ব্যাপক গণধোলাই দেয় । সংবাদ পেয়ে শিবচর থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম  ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধৃত ঘাতককে জনগনের নিকট হতে উদ্ধার করে। স্থানীয়  জনগণের দাবী হত্যা কারীকে মেরে ফেলবো তাও পুলিশ ও সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবো না বলে জানায়। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনী স্থানীয় জনগণকে বুঝিয়ে ধৃত ঘাতককে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

নিহত ভ্যানচালক শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর গ্রামের হামেদ মোল্লার ছেলে।

নিহতের স্ত্রী বলেন, আমার স্বামী একজন নিরাপরাধ ব্যক্তি। আমার স্বামীকে যারা হত্যা করছে তাদের বিচার চাই। আমাদের ছোট ছোট দুটি বাচ্চা রয়েছে আমাদের এখন কি হবে। আমাদের দেখার আর পৃথিবীতে কেউ রইল না।

ঘাতক  সৈকত ঢালী, শিবচর উপজেলার কেরানীরবাট ঢালীকান্দি, আদম ঢালীর ছেলে, সুত্রে জানা যায়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রতন শেখ বলেন, মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। এই ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর)
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১.৩২ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১.৩২ পূর্বাহ্ন