ঢাকা
খ্রিস্টাব্দ

সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২.০২ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২.০২ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 705847 জন

  • নিউজটি দেখেছেনঃ 705847 জন
সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগের নেত্রী সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।


সোমবার (১২ মে) দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শামসুর রহমানের আদালতে জামিন আবেদন ও ডিভিশনের আবেদন করেন আইনজীবীরা। এরপর দুইপক্ষের যুক্তিতর্ক শুনে জামিন নামঞ্জুর করেন আদালত। আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বিষয়টি নিশ্চিত করেছেন।


আইভীর পক্ষের আইনজীবী মাহবুবুর রহমান মাসুম বলেন, আমরা সাবেক মেয়র আইভীর জামিন আবেদন করলে আদালত সেটি নামঞ্জুর করেন। একইসঙ্গে তিনি ছিলেন প্রতিমন্ত্রী পদমর্যাদার।


আমরা আদালতে প্রার্থনা করেছি, তাকে যেন ডিভিশন দেওয়া হয় এবং আদালত নীতিগতভাবে একমত হয়েছেন। আদালত জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার কথা বলেছেন।


উল্লেখ্য, গত শুক্রবার (৯ মে) সকাল পৌনে ৬টায় শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবন চুনকা কুটির থেকে গ্রেফতার করা হয় তাকে। এর আগের রাতে তাকে গ্রেফতার করতে পুলিশ বাসায় গেলে এলাকাবাসী জড়ো হয়ে বাধা দেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২.০২ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২.০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ