ঢাকা
খ্রিস্টাব্দ

আত্রাইয়ে বিএনপির স্বতস্ফুর্ত পহেলা বৈশাখ উদযাপন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃনাসির উদ্দিন চঞ্চল | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আত্রাই, নওগাঁ
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ৮.৫০ অপরাহ্ন

আপডেট : সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ৮.৫০ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 866898 জন

  • নিউজটি দেখেছেনঃ 866898 জন
আত্রাইয়ে বিএনপির স্বতস্ফুর্ত পহেলা বৈশাখ উদযাপন
ছবি : সংবাদদাতা প্রেরিত।

নওগাঁর আত্রাইয়ে উপজেলা বিএনপির আয়োজনে নতুন আমেজে পালন করা হয়েছে বর্ষবরণ উৎসব পহেলা বৈশাখ। শেষ কত বছর আগে এমন আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে বর্ষ বরণ উৎসব করা হয়েছে ঠিক বলা কঠিন।  তবে এবছর উপজেলা জুড়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনে আলাদাভাবে  বর্ষ বরণ উৎসব পালন ছিল চোখে পড়ার মতো। 


উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ বর্ষ বরণ উৎসব পালন করা হয়েছে। সোমবার (১৪এপ্রিল) উপজেলার শিক্ষক, সাংবাদিক, মুক্তি যোদ্ধা,  সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে  পান্তা-ইলিশ খাওয়া ও গম্ভীরা সহ নানান আয়োজনের মধ্যে দিয়ে শেষ  হয় বর্ষবরণ উৎসবের আয়োজন । এর আগে সকালে আনন্দ মুখর পরিবেশে শুরু হয় বর্ষবরণ  আনন্দ শোভাযাত্রা।  উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দ শোভাযাত্রাটি উপজেলা চত্বরে এসে শেষ হয় ।

বর্ণিল এ শোভাযাত্রায় অংশ নিতে, ঘারে হলুদ গামছা ও লাল, হলুদ, খয়েরি,কমলা এবং  সবুজ রং এর পোশাকে সেজেছেন সকলে। মুখে হাসি ভরা উচ্ছ্বাস সব মিলিয়ে প্রানবন্ত একটি পরিবেশ। সকল শ্রেণীর মানুষের আনন্দ উৎসবে পরিনত হয়ে উঠে আয়োজনটি।  এতে অংশ নিয়েছেন নবীন, প্রবীণ, রাজনৈতিক ব্যাক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। 

এমন আয়োজনে উপস্থিত বেশ কয়েক জনের সঙ্গে কথা বলে জানাগেছে সন্তুষ্টি ও উচ্ছ্বাসের সাথে তারা বেশ আনন্দিত এমন আয়োজনে উপস্থিত হতে পেরে। এসময় দলীয় কার্যালয়  চত্বর ছিল উৎসবের রঙে রাঙানো। 

এসময় উপস্থিত  নওগাঁ -৬ সংসদীয় আসনে বিগত উপনির্বাচনে ধানের শীষ প্রতীক প্রাপ্ত নওগাঁ জেলা বিএনপি র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি  জনপ্রিয়  বিএনপি নেতা শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু বলেন ফ্যাসিজম থেকে সকল কে বেরিয়ে আসতে হবে।ফ্যাসিস্টদের গুরু পালিয়ে গেলেও নির্মূল কিন্তু হয়নি।  সকল কে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন আসুন, এই বাংলা ১৪৩২ সালে আমরা আরও মানবিক, আরও ইতিবাচক হই। দেশ কে ভালবেসে জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবীত হয়ে দলমত নির্বিশেষে, সব ধরনের গ্রুপিং উপেক্ষা করে আসুন সুন্দর একটা বাংলাদেশ গড়ি।


শোভাযাত্রা শেষে বাতাসা, গুরের মুরকি, কাঁচা মরিচ ও পেঁয়াজ, আলুভত্তা, মাছ ভাজিসহ পান্তা খাবার মহোৎসব চলে। 

আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারন সম্পাদক তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর,  সাবেক আহবায়ক আব্দুল জলিল চকলেট, সম্রাট হোসেন,যুবদল আহবায়ক খোরশেদ আলম, পাঁচুপুর ইউনিয়ন বিএনপি সভাপতি নিয়ামত আলী বাবু, ছাত্র দল,যুবদল, কৃষক দল, সেচ্ছাসেবক দল, মহিলা দল  সহ ইউনিয়ন বিএনপি র নেতাকর্মী বৃন্দ। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃনাসির উদ্দিন চঞ্চল | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আত্রাই, নওগাঁ
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ৮.৫০ অপরাহ্ন
আপডেট : সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ৮.৫০ অপরাহ্ন