যুক্তরাষ্ট্রের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ায় মনোবলে বেশ বড় ধাক্কা খায় পাকিস্তান। কেউ কেউ আবার চিরপ্রতিন্দ্বন্দ্বী ভারতের বিপক্ষে তাদের গোনায়ও ধরেননি। তবে বাইরের কথা যে মাঠের লড়াইয়ে খুব একটা প্রভাব ফেলে না সেটাই যেন দেখাল তারা। সমালোচনাকে পেছনে ফেলে ভারতকে গুটিয়ে দিল ১১৯ রানে।
বহুল প্রতীক্ষিত লড়াইয়ের শুরুর দিকে যদিও ছিল বৃষ্টির লুকোচুরি। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে আধঘণ্টা দেরিতে অনুষ্ঠিত হয় টস। যেখানে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম। আগের ম্যাচে নিজের অধিনায়কত্ব সমালোচনার মুখে পড়েন তিনি। তবে ম্যাচের প্রথম ইনিংসে আজ তাকে ব্যর্থ হতে দেয়নি পাকিস্তানের পেস বোলিং লাইনআপ।
বিশ্বকাপের গত আসরে এই পাকিস্তানের বিপক্ষেই ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংসটি খেলেছিলেন কোহলি। কিন্তু এবার তাকে খোলস ছেড়ে বের হতে দেননি নাসিম শাহ। নিজের প্রথম বলে চার হজম করলেও তৃতীয় বলে সাজঘরে ফেরান ৪ রান করা কোহলিকে।