ঢাকা
খ্রিস্টাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থানের গ্রাফিতি পরিদর্শন করলেন ড. ইউনূস

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1706941 জন
  • নিউজটি দেখেছেনঃ 1706941 জন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থানের গ্রাফিতি পরিদর্শন করলেন ড. ইউনূস
ছবি : সংগৃহীত

জুলাই ও আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় তরুণ বিপ্লবীদের আঁকা গ্রাফিতি দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিলেন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।


১৬ অক্টোবর, বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরে বিপ্লবীদের শিল্পকর্ম পর্যবেক্ষণ করেন তিনি। তার সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।


গণঅভ্যুত্থানের মাধ্যমে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়। এই সরকার সেই সময় দায়িত্ব গ্রহণ করে, যখন দেশে দীর্ঘদিনের স্বৈরশাসনে প্রতিষ্ঠানগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে। আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থা ভেঙে পড়েছে এবং অর্থনীতি বিপর্যস্ত।


অন্তর্বর্তী সরকার গত দুই মাসে ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে। জাতিসংঘ অধিবেশনে অংশ নিয়ে ড. ইউনূস জো বাইডেনসহ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করেছেন। বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতি পুনর্গঠনের আশার আলো দেখাচ্ছেন তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :